mobile-charging-issues-solutions

ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর :ফোন ছাড়া আমাদের জীবন আজকাল অচল। সকালের প্রথম কাজই হল মোবাইল হাতে তুলে নেওয়া এবং রাতের ঘুমের আগে পর্যন্ত দেখা। কিন্তু অনেকেরই ঠিকভাবে ফোন চার্জ না হওয়ার সমস্যার সম্মুখীন হতে হয়। ফুল চার্জের পরও কিছুক্ষণেই চার্জ ৩০-৪০ শতাংশে নেমে আসে। আপনার ফোনেও কি এমন সমস্যা হচ্ছে? তাহলে কিছু বিষয় জানুন।

‘প্রতি রাতে কাঁদা ছাড়া আর কোন উপায় ছিল না’ অভিনেত্রী কণীনিকা কেন ?

কি করণীয় জানুন

প্রথমে জেনে রাখা দরকার, ফোন কখনো ১০০ শতাংশ চার্জে রাখতে নেই। যখন চার্জ ২০ শতাংশের নিচে নেমে যায়, তখন অবিলম্বে চার্জ দিতে হবে। চার্জ দেরীতে হওয়ার অন্যতম কারণ হতে পারে চার্জার বা সকেটের সমস্যা। যদি চার্জিং পোর্ট বা অ্যাডাপ্টর খারাপ হয়, তাহলে চার্জ নিতে সময় লাগবে।

অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য;নতুন নেতৃত্বে কংগ্রেসের নতুন সম্ভাবনা

অতিরিক্ত গরম বা ঠাণ্ডা আবহাওয়াও চার্জিংয়ে সমস্যা সৃষ্টি করতে পারে। চরম তাপমাত্রায় ফোনের চার্জিং প্রক্রিয়া ব্যাহত হয়। এছাড়া, চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করলে ব্যাটারিতে অতিরিক্ত চাপ পড়ে, যা চার্জিং সমস্যার কারণ হতে পারে। নোংরা বা ধুলাযুক্ত চার্জিং পোর্টও সমস্যা সৃষ্টি করে। তাই নিশ্চিত করুন, আপনার ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার ও সঠিকভাবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর