ব্যুরো নিউজ, ২ অক্টোবর :আজ মহালয়া, যা আশ্বিনের অমাবস্যায় পালিত হয়। এই পুণ্য তিথিতে বিশেষত্ব এনে দিচ্ছে সূর্যগ্রহণ। মঙ্গলবার, ১ অক্টোবর রাত ৯:৩৯ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি, যা বুধবার দিনভর থাকবে। পরবর্তী দিন, বুধবার এবং বৃহস্পতিবারের সন্ধিক্ষণে রাত ১২:১৮ মিনিট পর্যন্ত অমাবস্যা অব্যাহত থাকবে।
চন্দ্রভাগা নদী ও আর এস পুরাঃ কৃষির চিত্র ও রাজনৈতিক উত্তেজনা
ভারতে কোথায় দেখা যাবে জানেন?
ভারত-পাকিস্তানের বাগ্যুদ্ধঃকাশ্মীর ও সন্ত্রাসের অশান্ত আলোচনায় উত্তেজনা
এবারের মহালয়ায় সূর্যগ্রহণ শুরু হবে ২ অক্টোবর, বুধবার রাত ৯:১৩ মিনিটে। রাত ৩:১৭ মিনিট পর্যন্ত থাকবে। যদিও এটি ভারতীয় সময়ে রাতের মধ্যে পড়ে, ফলে দেশ থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভারত থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান না হওয়ার কারণে এর নির্ধারিত সূতককাল বা অশুভ সময়ও এখানে প্রযোজ্য নয়।
ইসলামাবাদে এসসিও বৈঠকঃবার্তা রাজনাথ সিংহের
মহালয়া উপলক্ষে এই বিশেষ ঘটনা জ্যোতিষীদের মধ্যে নতুন চর্চা সৃষ্টি করছে। অনেকে বিশ্বাস করেন, সূর্যগ্রহণের সময় পুণ্যার্থীরা বিশেষ মন্ত্র পাঠের মাধ্যমে দেবতাদের স্মরণ করেন। যা তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। মহালয়ার এই দিনে পরিবারের সবাইকে নিয়ে বিশেষ পুজো এবং আয়োজনে অংশগ্রহণ করার আহ্বান রইল।