ব্যুরো নিউজ,২ নভেম্বর:লাদাখের ডেপস্যাং এবং ডেমচক এলাকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দিওয়ালির আগে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। ভারত ও চিন উভয় দেশের সেনা যৌথভাবে সেখানে “যাচাই পর্ব” সম্পন্ন করেছে। এই পরিস্থিতিতে, ভারতীয় সেনা ডেমচকে টহল শুরু করেছে এবং শীঘ্রই ডেপস্যাংতেও টহল কার্যক্রম শুরু হবে।প্রায় সাড়ে ৪ বছরের বিরতির পর, ভারতীয় সেনা লাদাখের ডেমচকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দিতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের সংঘাতের আগে যে অবস্থানে ভারতীয় সেনা টহল দিত, তারা এখন সেখান থেকে ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তার দাবি, খুব শীঘ্রই ডেপস্যাংয়ে টহল শুরু করবে ভারতীয় সেনা।
ইরান-ইজরায়েল সংঘাতঃ নতুন করে উত্তেজনা বেড়ে চলেছে
সেনার টহলদারি
অপরদিকে, লাদাখের এই দুটি স্থানে সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২০২০ সালের এপ্রিলের আগে ভারত ও চিনের সেনারা যে স্থানে অবস্থান করছিল, তারা প্রায় সেখানেই ফিরে গিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে যে অস্থায়ী তাঁবুগুলি খাটানো হয়েছিল, সেগুলি তুলে নেওয়া হয়েছে। সেনা প্রত্যাহারের প্রক্রিয়া নিশ্চিত করতে উভয় পক্ষই “ভেরিফিকেশন” প্রক্রিয়া চালিয়েছে।প্রসঙ্গত ২০২২ সালে গোগরা হট স্প্রিং এলাকায় সেনা প্রত্যাহার করা হয়েছিল। তারপর থেকে ভারত ও চিনের মধ্যে আলোচনা এক প্রকার থমকে গিয়েছিল। তবে সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রক জানায়, চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের টহলের অধিকার মেনে নিয়েছে।
উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণঃ আমেরিকার নিরাপত্তা সংকট?
এখন, প্রায় পাঁচ বছর পরে লাদাখের এই দুটি স্থানে টহলদারি নিয়ে জট কাটতে শুরু করেছে।এক সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমের ভারত নিয়ন্ত্রিত এলাকায় “বটলনেক” অঞ্চলে টহলদারির ক্ষেত্রে ভারতকে আর বাধা দেবে না চিন।বিগত কয়েক বছরে ডেপস্যাং এবং ডেমচকে ভারতীয় সেনাকে টহলে বাধা দিচ্ছিল চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তবে রিপোর্ট অনুযায়ী, এই দুই জায়গায় ভারতীয় সেনার টহলদারির অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে অক্টোবরের শেষ সপ্তাহে।