kolkata-court-bus-age-limit

ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর :কলকাতা হাইকোর্টে বাসের বয়সসীমা ১৫ থেকে ২০ বছর বাড়ানোর আবেদন জানিয়ে মামলা করা হয়েছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের পক্ষ থেকে এই দাবি দীর্ঘদিন ধরে ওঠে এসেছে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দফতরের সচিব সৌমিত্র মোহনকে একাধিকবার এই বিষয়ে জানানো হলেও ফলাফল হয়নি। উল্লেখ্য, ২০০৯ সালে পরিবেশবিদ সুভাষ দত্তের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, কেএমডিএ-এর আওতাধীন এলাকায় ১৫ বছরের ঊর্ধ্বে কোনও বাস চালানো যাবে না। এই নির্দেশের ফলে ১ আগস্ট থেকে বাস বাতিলের প্রক্রিয়া শুরু করে পরিবহণ দফতর।

জুনিয়ার চিকিৎসকদের প্রতিবাদে উত্তাল কলকাতা, নিরাপত্তার দাবিতে মশাল মিছিল

পরিবহণ শিল্পের সংকট

কলকাতা মেট্রোতে তরুণীর নাচের রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলেছে বিতর্কের ঝড় 

বেসরকারি বাস সংগঠনগুলির দাবি, করোনাভাইরাসের কারণে যেহেতু পরিবহণ শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই অধিক সংখ্যক বাস রাস্তায় নামানো হলে নতুন বাস কেনার প্রয়োজনীয়তা সৃষ্টি হবে। বর্তমানে বাস মালিকরা উচ্চ খরচে নতুন বাস কেনার জন্য প্রস্তুত নন। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ১৫ বছরের মেয়াদ পার করা গাড়ি শহরে চালানো যাবে না, তাই তাদের দাবি মানা সম্ভব নয়।

কানপুর টেস্টে নাটকীয় মুহূর্ত: বিরাটের রান আউটের হাত থেকে রক্ষা

বেসরকারি বাস সংগঠনগুলির মধ্যে বেঙ্গল বাস সিন্ডিকেট, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট এবং ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন এই মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছে। তারা জানাচ্ছেন, ডিজেল চালিত একটি বাস রাস্তায় নামাতে প্রায় ৩০ লক্ষ টাকা এবং বৈদ্যুতিক বাস কিনতে ৬০-৬৫ লক্ষ টাকা লাগবে। করোনার কারণে আর্থিক সংকটের মধ্যে বাস মালিকদের পক্ষে এত বড় বিনিয়োগ করা সম্ভব নয়।

চলতি বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তির স্বীকৃতি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

পরিবহণমন্ত্রী দাবি করেছেন যে, আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে মাত্র ১৫৭টি বেসরকারি বাস বাতিল হবে, তবে বাস সংগঠনগুলির মতে, এই সংখ্যা অনেক বেশি। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ আমরা নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আশা করছি আদালত আমাদের দাবি বিবেচনা করবে’।এদিকে, জানা গেছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহণ দফতরের মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেছেন, যেখানে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর