বায়ো-সিএনজি প্ল্যান্টের

ব্যুরো নিউজ ৭ নভেম্বর : দেশজুড়ে বাড়তে থাকা বায়ুদূষণ নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা এবার ধাপায় আরও বড় আকারে বায়ো-সিএনজি প্ল্যান্ট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। বর্তমানে ধাপায় পরীক্ষামূলকভাবে জঞ্জাল থেকে বায়ো-সিএনজি গ্যাস উৎপাদন শুরু হয়েছে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, নতুন এই প্ল্যান্ট তৈরি হলে শহরের যানবাহন প্রাকৃতিক গ্যাসে চলতে পারবে এবং পরিবেশ দূষণ অনেকটাই কমবে।

বুদ্ধমূর্তি বাড়ির কোন দিকে স্থাপন করছেন? সঠিক জায়গায় না রাখলে ঘটতে পারে অনর্থ

 প্ল্যান্ট বসিয়ে গ্যাস উৎপাদনের লক্ষ্য

ধাপায় নতুন এই বায়ো-সিএনজি প্ল্যান্ট স্থাপনের জন্য ইতিমধ্যেই জায়গা নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালে প্রথম চালু হওয়া পরীক্ষামূলক প্ল্যান্টে দৈনিক ১৬০ কিলোগ্রাম গ্যাস উৎপাদিত হয়, যা শহরের জন্য অপ্রতুল। তাই পুরসভা এবার বড় আকারের প্ল্যান্ট বসিয়ে দৈনিক পাঁচ টন গ্যাস উৎপাদনের লক্ষ্য স্থির করেছে। তবে, পচনশীল বর্জ্যের অভাবের কারণে এই লক্ষ্য পূরণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে।বর্তমানে, সিএনজি গ্যাসের দাম প্রায় ৭৯ টাকা প্রতি কেজি, যা শহরের মানুষের যাতায়াত ব্যয় বাড়িয়ে তুলছে। পুরসভা এই নতুন প্ল্যান্টের মাধ্যমে সিএনজি উৎপাদন বাড়াতে পারলে গ্যাসের সরবরাহের সঙ্গে সঙ্গে খরচও কমে আসবে।

নেতিবাচক শক্তি দূর করুন! এই নিয়মগুলি মানলেই শুদ্ধ হবে আপনার বাড়িঘর

মেয়র জানান, পুরসভা এর মধ্যেই কয়েকটি পুরসভার গাড়িকে এই পরীক্ষামূলক গ্যাসে চালাচ্ছে। বড় মাপের প্ল্যান্ট তৈরি হলে আরও বেশি গাড়িকে প্রাকৃতিক গ্যাসে চালানো যাবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে, ধাপার আবর্জনার স্তুপ কমবে এবং শহরের দূষণও অনেকটা হ্রাস পাবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর