সমালোচকদের মুখ বন্ধ করলেন রাহুল সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে ভারতের ত্রাতা

ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ ম্যাচে উইকেটকিপিংয়ে কয়েকটি ভুল করায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল লোকেশ রাহুলকে। অনেকেই বলেছিলেন, ভারতের মতো দলের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পার্ট-টাইম কিপার ব্যবহার করা উচিত নয়। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সমর্থকদের একাংশ দাবি তুলেছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ঋষভ পন্তকে উইকেটকিপার হিসেবে খেলানো হোক।

নতুন ‘Mr. ICC’ রাচিন রবীন্দ্র! সচিনের পথে হাঁটছেন এই কিউয়ি তারকা

গম্ভীর কি বললেন?

তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই সমালোচনাকে পাত্তা না দিয়ে রাহুলের ওপরই ভরসা রেখেছিল, আর সেই আস্থার উপযুক্ত জবাব দিয়েছেন রাহুল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি। ব্যাট হাতে ৩৪ বলে অপরাজিত ৪২ রান করেন রাহুল, যেখানে ছিল ২টি চার ও ২টি ছক্কা। শুধু তাই নয়, ভারতের জয়সূচক শটটিও এসেছিল তার ব্যাট থেকেই। গ্লেন ম্যাক্সওয়েলের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ভারতকে ফাইনালে তুলেছিলেন তিনি।

তার এই পারফরম্যান্সে খুশি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ম্যাচ শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেন বিশেষজ্ঞ কিপার ঋষভ পন্তের বদলে রাহুলকে একাদশে রাখা হয়েছে। গম্ভীর বলেন, “ওয়ান ডে ক্রিকেটে রাহুলের ব্যাটিং গড় ৫০ (আসলে ৪৮.৫৩)। শুধু এই কারণেই ওকে একাদশে রাখা হয়।” উল্লেখ্য, ঋষভ পন্তের ব্যাটিং গড় ৩৩.৫০, যা রাহুলের তুলনায় অনেক কম।

ভারতকে সতর্ক থাকতে হবে বিধ্বংসী মেজাজে ফাইনালে নিউজিল্যান্ড

রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্নের জবাবে গম্ভীর আরও বলেন, “ক্রিকেট একটা দলগত খেলা, এখানে নম্বর বা ব্যাটিং পজিশনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জন্য অবদান রাখা। রাহুল ৬ নম্বরে খেলেও দুর্দান্ত পারফর্ম করছে। আমরা ওকে দলের প্রয়োজন অনুযায়ীই ওই পজিশনে ব্যাট করতে পাঠাই।”

সমালোচনা যাই হোক, রাহুল তার পারফরম্যান্স দিয়ে প্রমাণ করে দিয়েছেন, কেন তিনি ভারতের এক নির্ভরযোগ্য ব্যাটার ও কিপার। এখন দেখার, ফাইনালে তিনি আরও কী চমক দেখান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর