বিজেপির বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালের বিস্ফোরক অভিযোগ

ব্যুরো নিউজ, ৭ ফেব্রুয়ারি :বহু প্রতীক্ষিত দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল এখনো আসেনি। ভোটগ্রহণ সম্পন্ন হলেও, এখন শুধুই অপেক্ষার পালা। ফলাফল প্রকাশের পরেই জানা যাবে, দিল্লির মসনদে আম আদমি পার্টি ফিরে আসবে কিনা, নাকি বিজেপি আবার ক্ষমতায় আসবে, কিংবা কংগ্রেস কোনো চমক দেখাতে পারবে কিনা। তবে এর আগেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। কেজরিওয়ালের দাবি, নির্বাচনের ফল প্রকাশের আগেই বিজেপি দিল্লিতে ‘অপারেশন কমলে’ নামিয়ে আম আদমি পার্টির প্রার্থীদের ভাঙানোর চেষ্টা করছে।

দিল্লি নির্বাচন ২০২৫ঃ বুথ ফেরত সমীক্ষায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস, গেরুয়া দলের জয় নিয়ে আলোচনা

কেজরিওয়ালের দাবি

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (প্রথমে টুইটার) কেজরিওয়াল দাবি করেন, বিজেপি আম আদমি পার্টির প্রার্থীদের ভাঙাতে ১৫ কোটি টাকা করে অফার দিচ্ছে। তাঁর কথায়, “বিজেপি ১৬ জন আম আদমি পার্টি প্রার্থীকে ভাঙানোর চেষ্টা করছে। তাদের বলা হচ্ছে, যদি তারা আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেন, তাহলে তাদের মন্ত্রী করা হবে এবং ১৫ কোটি টাকা দেওয়া হবে।” তিনি আরো জানান, কিছু এজেন্সি দাবি করছে যে, বিজেপি ৫৫টি আসন জিতবে, কিন্তু এরই মধ্যে আম আদমি পার্টির প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে ভাঙানোর চেষ্টা করা হচ্ছে।

কেজরিওয়ালের অভিযোগ, এই ধরনের ভুয়া বুথ ফেরত সমীক্ষা এবং প্রলোভন দেওয়ার চেষ্টা বিজেপির ষড়যন্ত্রের অংশ। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, “যদি সত্যিই বিজেপি ৫৫টি আসন পাচ্ছে, তাহলে তারা কেন আমাদের প্রার্থীদের ফোন করছে?” তাঁর মতে, বিজেপির এসব চেষ্টা দলের প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। তবে কেজরিওয়াল আশাবাদী, কোনো প্রার্থীই দল বদল করবেন না।এদিকে, কেজরিওয়ালের পোস্টের পরেই দিল্লির বিদায়ী মন্ত্রী এবং সুলতানপুর মাজরার আম আদমি পার্টির প্রার্থী মুকেশ আহলাওয়াত একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি জানিয়েছেন, বিজেপি তাঁকে আম আদমি পার্টি ছেড়ে তাদের সঙ্গে যোগ দিতে এবং ১৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

দিল্লি বিধানসভা নির্বাচনঃ বুথফেরত সমীক্ষায় চমক, বিজেপির জয়ের সম্ভাবনা?

কিন্তু তিনি এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। মুকেশ আহলাওয়াত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমি কেজরিওয়ালকে ছাড়ব না। তারা আমাকে ১৫ কোটি টাকা অফার দিয়েছিল, কিন্তু আমি সেই প্রলোভনকে অগ্রাহ্য করেছি।”এর আগে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংও অভিযোগ করেছিলেন, দলের সাতজন বিধায়ককে দল বদলানোর জন্য একই ধরনের অফার দেওয়া হয়েছিল। এই ধরনের অভিযোগের মধ্যে দিল্লি নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক উত্তেজনা বেড়ে গেছে। তবে কেজরিওয়ালের দাবি, বিজেপির এমন চেষ্টায় একটিও প্রার্থী দল বদলাবে না, কারণ আম আদমি পার্টি তাদের সম্মান এবং বিশ্বাসের প্রতীক।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর