ব্যুরো নিউজ ৩০ অক্টোবর : কালীপ্রতিমার দিকে তাকালে প্রথমেই নজর কাড়ে দেবীর গলায় ঝুলে থাকা মুণ্ডমালা এবং হাতে ধরা কাটা মুণ্ড। আপাতত ভয়াল হলেও, এর রয়েছে গভীর আধ্যাত্মিক অর্থ। প্রাচীনকাল থেকেই পাল যুগের প্রতিমা ও কালিদাসের বর্ণনাতেও আমরা কালীমূর্তিতে এই মুণ্ডমালা দেখতে পাই। দেবীর গলায় থাকা পঞ্চাশটি মুণ্ড আসলে পঞ্চাশটি বর্ণের প্রতীক। এই বর্ণমালা থেকেই সৃষ্টি, ভাষা এবং চেতনার প্রবাহ।
প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনাঃ রাজ্য সরকারের অচলাবস্থা এবং আয়ুষ্মান যোজনার বাস্তবতা
দেবীর হাতের কাটা মুণ্ডটির অর্থ কী?
অনেক মতে, এটি মুক্তি ও চৈতন্যের প্রতীক। আবার আরেকটি কাহিনীতে বলা হয়, যুদ্ধের সময়ে এক সেনাপতি দেবীর কেশ আকর্ষণ করলে তিনি তার মুণ্ড কর্তন করেন, যা দেবীর হাতে শোভা পায়। দেবীর এই ভয়াল রূপ প্রকৃতপক্ষে শক্তি, চেতনা ও মুক্তির প্রতীক হিসেবেই পূজিত হয়, যা আমাদের জীবনের অন্ধকার ও মায়া থেকে মুক্তির পথ দেখায়।
রান্নার পাশাপাশি ওজন কমাতেও এক বিরাট ভূমিকা পালন করেন পেঁয়াজ! যা জানলে আপনি অবাক হবেন
কালী পঞ্চাশৎ বর্ণময়ী বলেই পূজিত হন, যার মধ্যে ১১টি স্বরবর্ণ ও ৩৯টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। এই বর্ণগুলো ব্রহ্মাণ্ডের আদিস্বরূপ; তাই মায়ের গলায় থাকা মুণ্ডমালা নরক বা যুদ্ধের প্রতীক নয়, বরং জীবন ও চেতনার প্রতীক।