অরূপ পাল, ১৪ ফ্রেব্রুয়ারিঃ আঠেরো ম্যাচে ষোলো পয়েন্ট সংগ্রহ করে আই এস এল টুর্নামেন্টে নবম স্থানে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল। লিগে আর মাত্র দুটি ম্যাচে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের। উনিশে নভেম্বর অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে মুম্বাই এফ সি র বিরুদ্ধে। আর শেষ ম্যাচে ঘরের মাঠে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। এই মোহনবাগানের বিরুদ্ধে শেষ সাতটি ম্যাচে শুধুই হার লেসলি ক্লডিয়াস সরণিতে অবস্থিত ক্লাব টির। তাই এবার সবুজ মেরুন শিবিরের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই স্টিফেন কনস্ট্যানটাইনের। সন্মান রক্ষার ম্যাচ দুটি নিয়ে বেশ আশাবাদী লাল হলুদ কোচ। এই ম্যাচ দুটি ভালো ভাবে শেষ করাই টার্গেট স্টিফেনের। ইস্টবেঙ্গল কোচ আশাবাদী হলেও সভ্য, সমর্থকরা ভালো কিছু করার স্বপ্ন দেখছেন না। ডুরান্ড কাপে জয় পেলেও আই এস এল টুর্নামেন্টে ঘরের মাঠে মুম্বাইয়ের কাছে হেরেছে ইস্টবেঙ্গল। শেষ দুটি ম্যাচে মাঠে নেমে নজর কেড়েছেন নবাগত বিদেশি ফুটবলার জ্যাক জার্ভিস। তাঁকে ঘিরেই শেষ দুটি ম্যাচে বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছেন কোচ স্টিফেন থেকে সভ্য, সর্মথকরা। দায়িত্ব নিয়ে লাল হলুদ কোচ দলকে ষষ্ঠ স্থানে রাখার আশ্বাস দিয়েছিলেন। এখন শেষ দুটি ম্যাচে জয় পেলেও ষষ্ঠ স্থানে উঠে আসা সম্ভব হবে না। তবে শেষ দুটি ম্যাচে জয় পেলে কিছুটা মুখ রক্ষা হবে লাল হলুদ কোচের। এখন দেখার শেষ দুটি ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের মশাল জ্বালাতে পারেন কিনা ফুটবলাররা।
