ব্যুরো নিউজ,৯ আগস্ট: নরওয়ের একটি মানবাধিকার সংগঠন দাবি করেছেন যে ইরানে গতকাল একদিনে ২৯ জনকে ফাঁসি দেয়া হয়েছে। ইরান এখন খবরের টর্চার কেন্দ্রে। কিছুদিন আগে ইরানের রাজধানী তেহরানে হামাস চিফ ইসমাইল হানিয়ার হত্যার জন্য ইরান খবরের কেন্দ্রে উঠে আসে। এবার ইরান হঠাৎ করে একদিনে ২৯ জনকে ফাঁসি দেওয়াতে চমকে উঠেছিলেন গোটা বিশ্ব।
সুনিতা দের ফেরা কবে? এবছর কি ফিরতে পারবেন মহাকাশ থেকে?
ইরানের রাজধানী তেহরানের জেলে ফাঁসি
২৯ জনের মধ্যে ২৬ জনকে বুধবার ইরানের রাজধানী তেহরানের জেলে ফাঁসি দেওয়া হয়। এবং বাকি তিনজনকে করজ শহরের জেলে ফাঁসি দেয় ইরান সরকার। কিসের ভিত্তিতে একদিনে ২৯ জনকে ফাঁসি দেওয়া হয়েছে তার কারণ হিসেবে জানা যাচ্ছে মাদক পাচার, নারী পাচার ,ড্রাগ নেওয়া , ধর্ষণ , খুন প্রভৃতি বিষয়ে অভিযোগ ছিল ওই ২৯ জনের বিরুদ্ধে ।
এবং এই অভিযোগগুলোর ভিত্তিতেই গতকাল ২৯ জনকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়াছে নরওয়ের একটি মানবাধিকার সংগঠন। যে ২৯ জনকে ফাঁসি দেয়া হয়েছে তাদের মধ্যে দুজন আফগানিস্তানের নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে।