প্রবীর বন্দ্যোপাধ্যায়, ৫ ফেব্রুয়ারি: যশস্বী জয়সাওয়ালের দুরন্ত ডবল সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের ১০৪ রান। আর সেই সঙ্গে বুমরা-র দুর্ধর্ষ বোলিং। সঙ্গে অশ্বিনীর ঘূর্ণি। আর তাতে ১০৬ রানে হায়দরাবাদে দ্বিতীয় টেস্টে ধরাশায়ী হল ইংল্যান্ড। প্রথম টেস্টে জয়ের সুবাদে ইংল্যান্ড এগিয়ে ছিল ১-০। এখন ১-১। ৫ দিনের টেস্ট শেষ হল ৪ দিনে। তবে, ইংল্যান্ড টিম বোধহয় ভুলতে পাড়বে না জসপ্রীত বুমরা-র মারাত্মক ইন-সুইং ও গুগলি। ইংল্যান্ড ক্রিকেটারদের কখনও সরাসরি ব্যাটের ফাক দিয়ে বল গলিয়ে ৩ উইকেত ছিতকে দিয়েছেন বুমরা। বাঁচার শেষ চেষ্টা করেও পারেনি ব্রিটিশ ব্যাটাররা। আবার ব্যাটসম্যান বোঝার আগে বুমরার বল অফ ষ্ট্যাম্পে বেল নিয়ে চলে গেছে। ব্রিটিশ ক্ল্যাসিক্যাল পেসার অ্যান্ডােরসন তাঁর বোলিং-এ চাপ রেখে গেছেন। কিন্তু, বুমরা ইংল্যান্ড ক্রিকেটারদের দুটো ইনিংসই কার্পেট বম্বিংয়ের মতো ধ্বংস করে দিয়েছে। প্রাক্তন ক্রিকেট তারকা থেকে ধারাভাষ্যকর হর্স ভগলে মাঠে পুরষ্কার বিতরণের সময় সে কথা বোঝাতে ভোলেনি। ম্যাচ শেষে গীল ১ লক্ষ টাকার চেক পেয়ে হাসি মুখে সতীর্থদের পাশে দাঁড়ালেন। বাস্তবিক দ্বিতীয় ইনিংসে যেভাবে ভারতীয় ব্যাটাররা মার্চ করতে করতে উইকেটে এলেন আর গেলেন তাতে গিল দাবি করতেই পারেন এই জয়ে তাঁর ভূমিকা ভুলতে পারবেন না সতীর্থরা। যদিও, জয়ের ভিত প্রথম ইনিংসেই তৈরি করেছিল যশস্বী। ভারতের দ্বিতীয় ইনিংসে পাটিদার-৯, কুলদিপ-০, বুমরা-০, মুকেশ-০ ভারতীয় ক্রিকেট কোচ ও কর্তাদের একটু হলেও ভাবিয়ে গেল। ক্যপ্টেন রোহিত শর্মা দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। তাঁর অবদান মাত্র ১৩ রান।
এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর
গিলের শত রান নিশ্চিত করেছিল জয়
হিটম্যান নিজেকে শুধরে নেবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা ক্রমশই ইংল্যান্ডের কাছে ত্রাশ হয়ে উঠছে। যোরুটের মতো ধৈর্যশীল ব্যাটসম্যানও বুমরার বিরুদ্ধে কখনই স্বাচ্ছন্দ বোধ করেনি। ভারত প্রথম ইনিংসে ৩৯৬। ও দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে। যার মধ্যে গিলের অবদান ১০৪। বাকিদের আর অতরিক্ত রান নিয়ে অবদান ১৫১। অন্তত ৫ দিনের টেস্টে এমন অবদান কখনই কাম্য নয়। এই পারফর্মেন্স বদলাতে না পারলে ভবিষ্যতে বিপদে পরবে ভারতীয় ক্রিকেট দল। ভারতের দ্বিতীয় ইনিংস ২৫৫ তে মুড়িয়ে দেওয়ার পেছনে ইংল্যান্ড বোলার হার্টলির ৪ উইকেট তুলে নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। ২৭ ওভারে ৩ টি মেডেন নিয়ে ৭৭ রানে ৪ টি উইকেট দ্বিতীয় ইনিংসে নিয়েছেন হার্টলি। ভারতের টেলেন্ডারদের টিকতেই দিলেন না হার্টলি। গিলের শত রান নতুন করে ভারতকে স্বস্তি দিলেও তৃতীয় টেস্টে নামার আগে সকলের ব্যটিং নিয়েই ভাবতে হবে ভারতীয় কোচকে। তবে গিলের আউট কার্যত আত্মঘাতী সিদ্ধান্ত। যে সময় তিনি রিভারসুইপ মারতে গিয়ে উইকেট হারালেন তাতে ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ ও নির্বাচকরা যথেষ্ট বিরক্ত। গিলও স্বীকার করেছেন ওই আউট মোটেই মেনেনিতে পারেননি তাঁর বাবা। উইকেটে থাকার আরও সুযোগ ছিল। কারন তিনি সেট হয়ে গিয়েছিলেন, তাতে আরও রান আসত দ্বিতীয় ইনিংসে। আরও স্বস্তিতে থাকতে পারত ভারতীয় দল। কিন্তু, ওই যে সবচাইতে ভালো হল পাউরুটি আর ঝোলা গুড়। অর্থাৎ ভারতের জয়। ক্লাব হাউসে ফিরে হয়তো সেলিব্রেশনের মুডে থাকবে ভারতীয় দল। কিন্তু, আত্মসন্তুষ্টি যেনও না আসে। ইভিএম নিউজ
টেস্টে জয় ভারতের