ব্যুরো নিউজ,২০ ডিসেম্বর:তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে সিরিজ নিজেদের নামে করল ভারতের মহিলা দল। সহজ এই জয়ে নেতৃত্ব দেন স্মৃতি মন্ধানা। ব্যাট হাতে গড়ে ফেলেন পাঁচটি দুর্ধর্ষ নজির। সেই সঙ্গে বাংলার মেয়ে রিচা ঘোষ করেন এক ঐতিহাসিক বিশ্বরেকর্ড।প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত তোলে ২১৭ রান। ওপেন করতে নেমে মন্ধানা খেলেন ৪৭ বলে ৭৭ রানের অসাধারণ ইনিংস। তাঁর এই ইনিংসে গড়া পাঁচটি রেকর্ড:
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রবিচন্দ্রন অশ্বিনের
পাঁচটি রেকর্ড
১) দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক রান: মন্ধানা এই সিরিজে ১৯৩ রান করেছেন, যা কোনও ভারতীয় মহিলা ক্রিকেটারের মধ্যে সর্বাধিক। এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯২ রান করেছিলেন মিতালি রাজ।
২) এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক রান: ২০২৩ সালে মন্ধানা ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৭৬৩ রান। গড়ে ৪২.৩৮। এর আগে চামারি আতাপাত্তু ৭২০ রান করেছিলেন।
৩) এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক অর্ধশতরান: এই বছরে মন্ধানা করেছেন ৮টি অর্ধশতরান। মিতালি রাজের ২০১৮ সালের ৭টি অর্ধশতরানের রেকর্ড ভেঙেছেন তিনি।
৪) টি-টোয়েন্টিতে সর্বাধিক অর্ধশতরান: মন্ধানা মোট ৩০টি অর্ধশতরান করেছেন, যা এই ফরম্যাটে সর্বাধিক। সুজি বেটসের ২৯টি অর্ধশতরানকে পিছনে ফেলেছেন।
৫) এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক চার: মন্ধানা এই বছর ১০০টি চার মেরেছেন, যা আগে কোনও মহিলা ক্রিকেটার করেননি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকে থাকার লড়াইঃ কঠিন চ্যালেঞ্জের সামনে রোহিত শর্মারা
রিচা ঘোষও গড়েছেন নতুন রেকর্ড। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২১ বলে ৫৪ রান করেন। মাত্র ১৮ বলে অর্ধশতরান করে ভাগ বসিয়েছেন সোফি ডিভাইন ও ফোবে লিচফিল্ডের রেকর্ডে।বোলিংয়েও দুর্দান্ত পারফর্ম করেন রাধা যাদব। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১৫৭ রানে। ফলে ভারত সহজেই জয় তুলে নেয় ৬০ রানে। স্মৃতি ও রিচার অসাধারণ পারফরম্যান্সে আরও একবার বিশ্বের কাছে নিজেদের শক্তি প্রমাণ করল ভারতের মহিলা ক্রিকেট দল।