india-mobile-manufacturing-self-reliance

ব্যুরো নিউজ,১১ অক্টোবর:বর্তমানে ভারতে মোবাইল ফোনের বিক্রির ৯৯ শতাংশই দেশেই তৈরি হচ্ছে। আগামী দিনে বাকি ১ শতাংশও দেশে উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, ভারতীয় বাজারে সব ধরনের মোবাইল ফোন স্থানীয়ভাবে তৈরি হবে এবং বিদেশ থেকে আমদানি করতে হবে না।এক সংবাদ মাধ্যমে  প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে মোবাইল উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে বিদেশ থেকে আসা মোবাইল ফোনের পরিমাণও কমে এসেছে। এই উত্থানের মধ্যে গত সপ্তাহ থেকে অ্যাপল তাদের আইফোন প্রো এবং প্রো ম্যাক্স উৎপাদন শুরু করেছে, আর গুগলও তাদের পিক্সেল ৮ তৈরির কাজ করছে।

প্রধানমন্ত্রী মোদীর লাওস সফর: রামায়ণের মহাকাব্যিক প্রদর্শনী

রফতানিতে সর্বাধিক প্রতিযোগী

এছাড়াও, স্যামসাং ভারতেই তাদের সমস্ত যন্ত্রাংশ উৎপাদন করছে, যার মধ্যে রয়েছে প্রিমিয়াম মডেল এস২৪। চীনা ব্র্যান্ড যেমন ওপ্পো, ভিভো, শাওমি এবং রিয়েলমি, তারা সবই ভারতেই তাদের পণ্য তৈরি করছে। ভারতীয় কোম্পানিগুলি যেমন লাভা এবং মাইক্রোম্যাক্সও তাদের মোবাইল ফোন দেশেই উৎপাদন করছে।সংশ্লিষ্ট প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের শেষে ভারতে মোবাইল আমদানির পরিমাণ ০.২৫ শতাংশে নেমে আসবে। ২০২৩-২৪ অর্থবর্ষে স্মার্টফোনের বাজারের মাত্র ৩ শতাংশ খরচ হয়েছে বিদেশ থেকে আমদানি করা ফোনে। এই আমদানির মধ্যে প্রধানত আইফোন প্রো এবং গুগল পিক্সেলের বিভিন্ন মডেল অন্তর্ভুক্ত রয়েছে।

অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা উদ্বেগজনক, হাসপাতালে ভর্তি

ভারতের ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পঙ্কজ মহীন্দ্রু বলেছেন, “আমরা মোবাইল উৎপাদনে ১০০ শতাংশ স্বনির্ভর হলে থেমে যাব না। আমাদের লক্ষ্য হল ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বৈদ্যুতিন পণ্য উৎপাদন করা। আমাদের উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাজার দখল করা, যাতে ভারত বৈদ্যুতিন সরঞ্জাম রফতানিতে সর্বাধিক প্রতিযোগী হয়ে উঠতে পারে।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর