ব্যুরো নিউজ,৭আগস্ট :প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কায় ২৩০ রানে টাই করেছিল ভারত। সেই ম্যাচে সম্মান রক্ষা হলেও দ্বিতীয় ওয়ানডেতে হেরে যায় ভারত। আর তাতেই ভারতের সম্মানহানি যে হয়েছে তা মাঠেই খেলোয়ারদের অভিব্যক্তিতে বোঝা গিয়েছিল। তৃতীয় ওয়ানডেতে বুধবার শ্রীলংকা প্রথম ব্যাট করে সাত উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৪৮ রান করে। ভারতের একমাত্র রিয়ান পরাগ তিনটি উইকেট নিলেও বাকি কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ একটি করে উইকেট পেয়েছেন। ওয়াশিংটন সুন্দরও পেয়েছেন একটি উইকেট। তবে শ্রীলংকার অভিস্কা ফারনান্দ ৯৬ রানের অনবদ্য ইনিংস না খেললে শ্রীলংকাকে থামতে হতো ২০০ রানের মধ্যে। ২৪০ রানে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে দিয়েছিল শ্রীলংকা, এবার আরো আট রান বেশি। ফলে অনেকটাই চাপে।
উত্তপ্ত বাংলাদেশ।পেট্রাপোলে ডিজি দলজিতের পরিদর্শন
সেঞ্ছুরি হারালেন অভিস্কা
এই কপি লেখা পর্যন্ত ভারত প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ব্যাট করতে দিয়ে ২৪৮ রানের পাল্টা ব্যাট করতে নামবে। আরও কিছুটা পড়ে খেলা শেষ হতে অবশ্যই রাত ন’টা থেকে দশটা বাজবে। ফলে সে সময় খেলার আপডেট হয়তো পেয়ে যাবেন খবরে থাকা সকলেই। বুধবার শ্রীলংকা শুরুটা করেছিল যথেষ্ট পাকাপোক্তভাবে। প্রায় ১০০ রানের কাছাকাছি উইকেট হারায় নি শ্রীলংকা। এরপর ৮৯ রানের মাথায় ৪৮ রান তুলে আউট হয়ে যায় নিসংকা এরপরে ১৭১ রানের মাথায় ৯৬ রান করে আউট হয় ফার্নান্ডে। সেঞ্চুরি পেলেন না রিয়ান পরাগ। এল বি ডব্লিউ করে দেন। লেগ বিফোর উইকেট হয়ে যান আশা লঙ্কা ।একটু পরেত১৮০ রানের মাথায় আবার সমরা আউট হয়ে যান লেক বিফোর হয়। ষষ্ঠ উইকেটে ওয়াল্লা লেজ রিয়ান পরাগের বলে এল বি ডব্লিউ হয়ে যান মাত্র দু রানে। ফলে শ্রীলংকা দ্রুত গতিতে উইকেটু না হারালে যে প্রত্যাশা করা গিয়েছিল সেই ৩৮০ রানের কাছাকাছি পৌঁছাতে পারলো না।
বিপর্যস্ত বাংলাদেশ ইলিশের দাম কমবে?
এবার দেখার ভারতের ব্যাটসম্যানরা কিভাবে মোকাবিলা করে। বিরাট কোহলি এন্ড কোম্পানি সত্যিই এবার দ্বিতীয় ম্যাচে হারার প্রতিশোধ নিতে পারবে কি না তার দিকেই তাকিয়ে আছে ভারতবাসী। এছাড়া বিরাট কোহলি এখনো পর্যন্ত শ্রীলঙ্কায় তেমন ভালো ব্যাট করতে পারেননি। আশানুরূপ খেলতে পারেননি। শুভমান গিল, শ্রেয়াস আয়ার সহ মিডিল অর্ডার ব্যাটসম্যানরা ভারতের যা ব্যাটিং লাইন আপ তাতে দু-তিনজন ব্যাটসম্যান সমষ্টি ধারণ করলে শ্রীলংকার ওই পাতা উইকেটে সহজে জয় ছিনিয়ে আনতে পারেন। বাস্তবে তা ঘটবে কিনা সেদিকেই তাকিয়ে আছে শ্রীলঙ্কায় দলের কোচ ম্যানেজার থেকে প্রাক্তন ক্রিকেটাররা ও।