ব্যুরো নিউজ,১৫ অক্টোবর:ভারত সরকার কানাডার ছয় কূটনীতিবিদকে দেশে থেকে চলে যেতে নির্দেশ দিয়েছে। আগামী ১৯ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে তাদের ভারত ছাড়তে হবে, অর্থাৎ তাদের হাতে ১২২ ঘণ্টার মতো সময় রয়েছে। ভারপ্রাপ্ত হাইকমিশনার সহ কানাডার এই কূটনীতিবিদদের নাম প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়।বিবৃতিতে জানানো হয়েছে, বহিষ্কৃতদের মধ্যে রয়েছে ভারপ্রাপ্ত হাইকমিশনার স্টুয়ার্ট রস উইলার, ডেপুটি হাইকমিশনার প্যাট্রিক হেবার্ট, এবং কয়েকজন ফার্স্ট সেক্রেটারি। ভারতীয় বিদেশ মন্ত্রকের সূত্রে জানা গেছে, কানাডার এই কূটনীতিবিদদের বিষয়ে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে।
নতুন প্রজন্মের আগমনঃ অভিনেত্রী নীনা গুপ্তা হলেন দিদা
আগামী দিনে কি পদক্ষেপ হবে
বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকারের এই পদক্ষেপ অবাক করার কিছু নেই। বিশেষজ্ঞ রবিন্দর সচদেব জানিয়েছেন, কানাডার মতো দেশের উচিত বোঝা যে ভারত এ ধরনের প্রতিক্রিয়া জানাবে। বর্তমানে দুই দেশের সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছে। সেই কারণে কানাডার কূটনীতিবিদদের সেখানে রাখার প্রয়োজন নেই।এর আগেও ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কের টানাপোড়েন হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত বছর খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার বিষয়ে ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কিন্তু ভারত সরকার সেই অভিযোগ খারিজ করে দিয়েছে এবং প্রমাণ দাবি করেছে। তবে, ট্রুডো সরকার সেই প্রমাণ দিতে পারেনি।
ফোর্বসের ‘ভারতের ১০০ ধনীর’ তালিকায় শীর্ষে আম্বানি, দ্বিতীয় স্থানে আদানি
এই পরিস্থিতির মধ্যেই কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিবিদদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এর ফলে ভারত সরকার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এবং কানাডার ছয় কূটনীতিবিদকে বহিষ্কার করেছে। এখন পরিস্থিতি এমন যে, ভারতে কানাডার পরবর্তী স্থায়ী হাইকমিশনার হিসেবে ক্রিস্টোফার কুটারকে ছাড়পত্র দেওয়া হবে না।ভারত-কানাডার সম্পর্কের এই অবনতি নিয়ে আগামী দিনে কি পদক্ষেপ হবে, তা এখন দেখার বিষয়।