ব্যুরো নিউজ ১০ নভেম্বর : হাওড়া স্টেশনের পথচলা শুরু হয়েছিল ১৮৫৪ সালে প্রথম ট্রেন চালুর মাধ্যমএ। আজ দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন। বর্তমানে এখানে মোট ২৩টি প্ল্যাটফর্ম রয়েছে। যা যাত্রীদের সেবা প্রদানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এবার এই স্টেশনে আরও একটি নতুন প্ল্যাটফর্ম যুক্ত হতে চলেছে—২৪ নম্বর প্ল্যাটফর্ম। পূর্ব রেলের মতে প্ল্যাটফর্মটি নির্মাণ কাজ সম্পন্ন হবে ২০২৫ সালের মার্চের মধ্যে। এর সঙ্গে স্টেশনের ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজও চলছে। যা এ বছরেই শেষ করার পরিকল্পনা রয়েছে।
হাওড়ার জগৎবল্লভপুরে অ্যাসিড হামলায় আতঙ্ক! ব্যবসায়ীকে রাতের অন্ধকারে লক্ষ্য করে আক্রমণ
যাত্রা হবে আরও সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যময়
১৮৫৪ সালের ১৫ আগস্ট হাওড়া থেকে প্রথম ট্রেন হুগলির দিকে যাত্রা করেছিল। মাঝপথে বালি, শ্রীরামপুর, ও চন্দননগরে থেমে। সেই ট্রেন চলাচল থেকেই শুরু হয়েছিল হাওড়া স্টেশনের ইতিহাস। বর্তমানে ওল্ড কমপ্লেক্সে প্ল্যাটফর্ম ১ থেকে ১৫ এবং নিউ কমপ্লেক্সে ১৭ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। এখন নতুন প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার মাধ্যমে স্টেশনের পরিকাঠামো আরও বিস্তৃত হবে। ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন সম্প্রসারিত ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে মেল ও এক্সপ্রেস ট্রেন ছাড়লে অন্যান্য স্টেশনগুলির উপর চাপ কমবে। অন্যদিকে ১৬ নম্বর প্ল্যাটফর্ম পণ্য পরিবহণের জন্য নির্ধারিত থাকায় যাত্রীবাহী ট্রেনগুলির জন্য নয়। ফলে যাত্রা হবে আরও সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যময়।
হাওড়া স্টেশনের ইতিহাসে ১৯০৫ সালে প্ল্যাটফর্ম সংখ্যা প্রথম বাড়িয়ে ৭টি করা হয়। এরপর ১৯৮৪ সালে এটি বেড়ে ১৫টি এবং ২০০৯ সালে সর্বোচ্চ ২৩টি হয়। এখন ২৪ নম্বর প্ল্যাটফর্মের সংযোজন স্টেশনকে আরও আধুনিকতার দিকে নিয়ে যাবে। যাত্রী সুবিধা ও রেল চলাচলকে আরও মসৃণ করতে এই নতুন প্ল্যাটফর্ম সংযোজন ও সম্প্রসারণে হাওড়া স্টেশন এক নতুন পালক যুক্ত করতে চলেছে।