ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :উৎসবের মরশুমে শীতের ছোঁয়া লাগতেই রেলপথে যাত্রা হয়ে ওঠে চ্যালেঞ্জের কারণ। বাড়ি ফেরার যাত্রী হন বা ছুটিতে ঘোরার পরিকল্পনা করুন, দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় বেড়েই চলেছে। এর সাথেই যোগ হয়েছে আবহাওয়ার পরিবর্তন। ঘন কুয়াশার কারণে প্রতি বছরই বহু ট্রেন দেরিতে চলে বা বাতিল হয়। বিশেষ করে উত্তর ভারতগামী ট্রেনগুলিতে এই সমস্যা বেশি দেখা যায়। এই কারণে অনেকেই বাধ্য হয়ে টিকিট বাতিল করে দেন।
কালীপুজোর উদ্বোধন শেষে ফেরার পথে হামলার শিকার হলেন তৃণমূল বিধায়ক
ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে,
ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, যদি কোনও ট্রেন তিন ঘণ্টার বেশি লেট হয়, তবে যাত্রীরা টিডিআর ফাইল করে টিকিটের পুরো মূল্য ফেরত পেতে পারেন। চলতি বছর রেলের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে শুধুমাত্র কনফার্মড টিকিট বাতিলের ক্ষেত্রেই ক্যানসেলেশন চার্জ নেওয়া হবে। আরএসি বা ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিল করলে কোনও চার্জ কাটা হবে না।
দীপাবলির কালীপুজো উদ্বোধনে ব্যস্ত টলিউড তারকারা, জিয়াগঞ্জে শুভশ্রীর গান ভাইরাল
বাতিলের সময় অনুযায়ী ক্যানসেলেশন চার্জের পরিমাণ ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, স্লিপার ক্লাসের জন্য ১২০ টাকা, তৃতীয় এসির জন্য ১৮০ টাকা, দ্বিতীয় এসির জন্য ২০০ টাকা, এবং প্রথম এসির জন্য ২৪০ টাকা কাটা হবে। ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টার কম এবং ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে মোট ভাড়ার ২৫% ক্যানসেলেশন ফি বাবদ কাটা হয়। আর যদি ট্রেন ছাড়ার ১২ ঘণ্টারও কম এবং ৪ ঘণ্টা আগে বাতিল করা হয়, তবে টিকিটের মূল্যের ৫০% কেটে নেওয়া হবে।