ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:রাজ্যের অন্যান্য পুরসভার নির্বাচন সম্পন্ন হলেও এখনও পর্যন্ত পাহাড়ের তিনটি পুরসভায় নির্বাচন হয়নি। এই পুরসভাগুলির মেয়াদ শেষ হওয়ার পরেও প্রশাসক দ্বারা কাজ চালানো হচ্ছিল। তবে এখন এই তিন পুরসভার নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ের কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক— এই তিন পুরসভায় শীঘ্রই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরঃ ২০২৫ সালের এপ্রিলেই বাণিজ্যিক কার্যক্রম শুরু
আরও শক্তিশালী
২০১৭ সালে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এবং মিরিক— এই চারটি পুরসভায় নির্বাচন হয়েছিল। সেখানে গোর্খা জনমুক্তি মোর্চা প্রথম তিনটি পুরসভায় ক্ষমতা দখল করেছিল কিন্তু মিরিক পুরসভা জিতে নেয় তৃণমূল কংগ্রেস। তারপর পাঁচ বছরের মেয়াদ শেষে ২০২৩ সালে শুধুমাত্র দার্জিলিং পুরসভায় ভোট হয় যেখানে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি ক্ষমতায় আসে। তবে পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায় এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দার্জিলিং পুরসভার ক্ষমতা দখল করে।এখন দার্জিলিং পুরসভার মেয়াদ শেষ হয়নি তাই সেখানে নির্বাচনের প্রয়োজন পড়েনি। কিন্তু কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক— এই তিন পুরসভায় নির্বাচন এখন পর্যন্ত হয়নি। ফলে এই এলাকায় প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছিল। ২০২২ সালে রাজ্যে অন্যান্য পুরসভা নির্বাচন হলেও এই তিনটি পুরসভা নির্বাচন থেকে বাদ ছিল।
‘অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশী মন্তব্য অগ্রহণযোগ্য’, বললেন বাংলাদেশ সরকারের বিদেশমন্ত্রক
এখন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই এই তিন পুরসভায় নির্বাচন হবে। তিনি বলেছেন “পাহাড়ের তিনটি পুরসভায় নির্বাচন হলে পাহাড়বাসী আরও ভালো পরিষেবা পাবেন।” পাহাড়ের এই নির্বাচনের আগে ২০২৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২০২৭ সালে পরবর্তী পুরসভার নির্বাচন।তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভা, বাইশের পুরসভা, তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভা নির্বাচনে সফলতা পেয়েছে। তার ওপর উপনির্বাচনগুলোতেও তৃণমূল কংগ্রেস জয় লাভ করেছে। পাহাড়ের এই নির্বাচন হলে দলের উপস্থিতি আরও শক্তিশালী হবে এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ।