ব্যুরো নিউজ,১৯ নভেম্বর:জবা ফুল শুধু বাগানের সৌন্দর্য বাড়ায় না এটি স্বাস্থ্যের এক অমূল্য ভান্ডার। নারীদের পিরিয়ডস সম্পর্কিত সমস্যার সমাধান থেকে শুরু করে চুল ও ত্বকের যত্নে এটি অত্যন্ত কার্যকর। জবা পাতার চা পিরিয়ডের ব্যথা অনিয়মিত সাইকেল এবং হরমোনের ভারসাম্যহীনতা দূর করতে সাহায্য করে। নিয়মিত এই চা পানে পিরিয়ডের সাইকেল নিয়মিত থাকে।
ঘুমের মধ্যে পায়ের ব্যথা ও টান অনুভব করছেন? জেনে নিন কি থেকে হচ্ছে!
স্বাস্থ্য ও সৌন্দর্যের জাদুকাঠি জবা
চুলের যত্নে জবা ফুলের পেস্ট অত্যন্ত উপকারী। এটি মাথার তালুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, টাক পড়ার সমস্যা কমাতে জবা ফুল অত্যন্ত কার্যকর। তিলের তেলের সাথে জবা ফুলের রস মিশিয়ে লাগালে খুশকি ও চুলের রুক্ষতা দূর হয়। এই মিশ্রণ মাথার ত্বকের আর্দ্রতা বজায় রেখে চুল মসৃণ ও স্বাস্থ্যকর করে তোলে।
স্বাস্থ্যের জন্য আমলকির বিভিন্ন বিস্ময়কর উপকারিতা আসুন জানি
জবা ফুলের চা ওজন নিয়ন্ত্রণেও সহায়ক। এটি শরীরের মেটাবলিজম বাড়িয়ে অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে। পাশাপাশি, এটি শরীর থেকে টক্সিন বের করে ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে।
ত্বকের যত্নে জবা ফুলের অ্যান্টি-অক্সিডেন্ট গুণ দারুণ ভূমিকা রাখে। এটি বলিরেখা ও ত্বকের বুড়িয়ে যাওয়ার সমস্যা দূর করে ত্বকের গ্লো বাড়ায়। নিয়মিত ব্যবহারে ত্বক সজীব ও প্রাণবন্ত থাকে।
মেয়ের সঙ্গে সম্পর্ক মজবুত করতে থেরাপি নিচ্ছেন আমির খান
জবা ফুলের রং বিভিন্ন হয়—লাল, সাদা, সাদা-লাল, হলুদ, কমলা এবং ব্যাঙ্গুনি। বিশেষ করে সাদা ও সাদা-লাল জবা ফুলকে সবচেয়ে উপকারী মনে করা হয়।