haroa-dashabhuja-environment-message
ব্যুরো নিউজ ১২ অক্টোবর : সুন্দরবন লাগোয়া হাড়োয়ায় অনুষ্ঠিত হচ্ছে ৮৯তম বর্ষের পুজো, যেখানে দশভুজার হাতে পরিবেশ বাঁচানোর ১০টি বার্তা তুলে ধরা হয়েছে। হাড়োয়ার সরকারপাড়া রবীন সংঘ ও পাঠাগারের এই পুজোতে শুধুমাত্র পরিবেশ সচেতনতাই নয়, বরং সম্প্রীতি এবং সমাজ সংস্কারের বার্তাও দেখা যাচ্ছে।
জুনিয়র ডাক্তারদের অনশনের পেছনে পুলিশী চাপ: রাজনীতির জাল
কি বার্তা দিচ্ছে সমাজকে
এই এলাকার পুজোটি সম্প্রীতির নিদর্শন হিসেবে পরিচিত। এখানে পাশাপাশি রয়েছে মাজার ও দুর্গামন্দির, যা প্রতি বছর আদানপ্রদানের মাধ্যমে উৎসব পালনের সুযোগ করে দেয়। এবছর উদ্যোক্তাদের ভাবনায় পরিবেশ রক্ষা একটি প্রধান থিম হয়ে দাঁড়িয়েছজেনসরকারপাড়া খাশবালান্দা রবীন সংঘের পুজোয় দুর্গার হাতে দশ অস্ত্রের পরিবর্তে পরিবেশ রক্ষা, সম্প্রীতি রক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হয়েছে। দর্শনার্থীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা পরিবেশ রক্ষায় সচেতন হতে পারেন।উদ্যোক্তারা জানান, বিশ্বব্যাপী পরিবেশ দূষণের এই ক্রান্তিকালে সচেতনতার বার্তা দেওয়ার উদ্দেশ্যেই তাদের এই অভিনব উদ্যোগ। এছাড়া, প্রতিমার সজ্জায় প্রাচীন ঐতিহ্যকেও ফুটিয়ে তোলা হয়েছে।
ভয়াবহ রেল দুর্ঘটনা, তামিলনাড়ুতে বাগমতী এক্সপ্রেসের ধাক্কায় আহত ১৯
হাড়োয়ার বুক চিরে বয়ে চলেছে বিদ্যাধরী নদী, যেখানে পীর গোরাচাঁদ মাজার শরিফ এবং দুর্গামন্দির রয়েছে। এই স্থানটি বরাবরই সম্প্রীতির পীঠস্থান হিসেবে পরিচিত। রবীন সংঘের অন্যতম সদস্য ফিরদাউস আহমেদ জানান, এই দুর্গোৎসবও সম্প্রীতির মাধ্যমে উদযাপিত হচ্ছে, যা এলাকার মানুষের মধ্যে ঐক্য স্থাপন করছে।