ব্যুরো নিউজ ,১৯ ডিসেম্বর:লাল গ্রহে প্রাণের সন্ধান নিয়ে বহু বছর ধরে বিজ্ঞানীদের কৌতূহল জাগিয়েছে। মঙ্গলগ্রহে জল ছিল—এ বিষয়ে এখন বিজ্ঞানীদের নিশ্চিত ধারণা রয়েছে। একসময় এখানে নদী বয়ে যেত, ঝরনা ঝরত। তবে সেখানে প্রাণের অস্তিত্ব ছিল কিনা, তা এখনও অমীমাংসিত প্রশ্ন।
গীতা জয়ন্তীর তাৎপর্য ও এই দিনে কী করবেন ও কী করবেন না
নতুন দরজা
মঙ্গলের নেরেতভা উপত্যকায় নতুন এক আবিষ্কার বিজ্ঞানীদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। নাসার পারসিভিয়ারেন্স রোভার সেখানে ঘুরে বেড়াচ্ছে এবং নানা ছবি পাঠাচ্ছে। তারই এক ছবিতে লালচে পাথুরে মাটির ক্ষয়ে যাওয়া স্থানে সবুজ ছোপ দেখা গেছে।এটি লাল গ্রহে এ ধরনের প্রথম পর্যবেক্ষণ। পৃথিবীতে লোহার পরিমাণ বেশি থাকায় মাটি লাল হয়। তবে যেখানে জীবাণু বা মাইক্রোব একত্রিত হয়, তারা লোহার মাত্রা কমিয়ে দেয়। ফলে সেসব স্থানে সবুজ ছোপ দেখা যায়।
টোটো চালিয়ে মাসে কত আয় সম্ভব? জানুন বিশদে
বিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গলের মাটিতে এই সবুজ ছোপ ইঙ্গিত দিচ্ছে, একসময়ে এখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। মাইক্রোবের উপস্থিতি মানেই প্রাণের সম্ভাবনা। এই পর্যবেক্ষণ বিজ্ঞানীদের নতুন করে আশাবাদী করে তুলেছে।তবে সবুজ ছোপের প্রকৃত কারণ নিশ্চিত করার জন্য আরও গবেষণার প্রয়োজন। পারসিভিয়ারেন্স রোভার বর্তমানে সেসব নমুনা সংগ্রহ করছে, যা ভবিষ্যতে মঙ্গলের মাটিতে প্রাণের ইতিহাস নিয়ে নতুন দরজা খুলে দিতে পারে।