ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :গ্যারি ক্রিসটেনসেনের স্বপ্ন ছিল নিজের বাগানের বিশাল কুমড়োকে নৌকা বানিয়ে নদীতে ভেসে যাওয়ার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ পেল। ৪৬ বছর বয়সী আমেরিকার এই নাগরিক তার বাগানে প্রায় ৫০০ কেজিরও বেশি ওজনের এক বিশাল কুমড়ো ফলান। সেই কুমড়োকে নৌকার মতো তৈরি করে ৭৩.৫ কিমি দীর্ঘ নদীপথ পাড়ি দেন। তার এই অভিনব অভিযাত্রার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলেন।
উৎসব মরশুমে রেকর্ড বিক্রি, ভারতে নতুন ৪টি স্টোর খুলছে অ্যাপেল সংস্থা
বাগানে ফলান ৫৫০ কেজির কুমড়ো
গ্যারি ২০১১ সাল থেকে বড় কুমড়ো ফলানোর কাজে লেগে পড়েন। ২০১৩ সালে প্রথমবারের মতো নিজের কুমড়োকে নৌকার মতো ব্যবহার করেন। কিন্তু বড় কোনো নদীপথ পাড়ি দেওয়ার স্বপ্ন দীর্ঘদিন ধরে লালন করে আসছিলেন তিনি। অবশেষে এই বছর তার বাগানে সাড়ে ৫০০ কেজির একটি বিশাল কুমড়ো ফলানোর পর সেই স্বপ্নপূরণের সাহস করেন। কুমড়োটির আয়তন ছিল প্রায় ১৪ ফুট, এবং নিজের হাতে সেটিকে নৌকার মতো তৈরি করে নাম দেন ‘পানকি লোফস্টার’।
৭৩ বছরে উষ্ণতম অক্টোবর দিল্লি বাংলায় পারদ ওঠানামা, শীত দূরে
১১ অক্টোবর ওয়াশিংটনের কলম্বিয়া নদীতে যাত্রা শুরু করেন গ্যারি। ২৬ ঘণ্টার এই দীর্ঘ যাত্রাকে স্মরণীয় করে রাখতে তিনি নৌকায় একটি ক্যামেরা লাগান। কুমড়োর গায়ে লিখে রাখেন,’এটা সত্যিকারের কুমড়ো,’ যাতে আশেপাশের মানুষ তার অভিযাত্রার অভিনবত্ব বুঝতে পারেন। নিরাপত্তার জন্য একটি নৌকা তার পিছনে রেখে ছিল। তবে গ্যারি পুরো পথ একাই পাড়ি দেন। বিশ্রামের জন্য একটুও থামেননি। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই এই স্বপ্নটা দেখতাম। এবছর অবশেষে উপযুক্ত কুমড়ো ফলানো সম্ভব হয়েছিল।তাই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিই। যদিও একটু নার্ভাস ছিলাম, তবু এই অভিজ্ঞতা আমার কাছে অসাধারণ হয়ে থাকবে।’