গাদিয়াড়া

ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :শীত মানেই বাঙালির চড়ুইভাতির মরশুম। কলকাতা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থিত হাওড়া জেলার মনোরম পর্যটন কেন্দ্র গাদিয়াড়া। রূপনারায়ণ, ভাগীরথী এবং হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই জায়গাটি শীতের দিনে পিকনিকের জন্য আদর্শ। এখানে একদিকে নদীর মিঠে হাওয়া অন্যদিকে শীতের মিঠে রোদ, আর তার সঙ্গে যদি থাকে চা-কফি, মাংস কষা কিংবা পকোড়া—তাহলেই জমে ওঠে বাঙালির পিকনিকের আসর। এই মনোরম পরিবেশে বসে কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে চলে আড্ডা আর গল্পের ঝুলি খুলে বসা। এবার শীতের মাশরুমে ঘুরে আসতে পারেন কলকাতা থেকে সামান্য দূরে গাদিয়াড়া।

জলপ্রপাতের ধারে চড়ুইভাতির নতুন ঠিকানা, কম খরচে  ঘুরে আসুন ঝাড়গ্রামের বেলপাহাড়ি

কি ভাবে যাবেন জেনে নিন-

নদীর তীরে বসে সুর্যাস্ত উপভোগ করা গাদিয়াড়ার অন্যতম প্রধান আকর্ষণ। নৌকা ভাড়া করে নদীতে ঘুরে বেড়ানোর সুযোগ থাকায় প্রাকৃতিক সৌন্দর্য আরো উপভোগ্য হয়ে ওঠে। হাতে সময় থাকলে কাছাকাছি গড়চুমুক ঘুরে আসার মতও জায়গা। আবার নদী পেরিয়ে গেঁওখালি পৌঁছনোও সম্ভব। শীতের এই সুন্দর দিনে প্রকৃতির কোলে এক অন্যরকম পিকনিকের আনন্দ নিতে চাইলে গাদিয়াড়া হবে নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য।

পাহাড়, নদী, চা-বাগান এবং বন্যপ্রাণ সবই উপভোগ করতে চান ? ঘুরে আসুন ডুয়ার্স, এক ভিন্ন সড়কপথে

গাদিয়াড়ায় পৌঁছানোর জন্য বেশ কিছু উপায় রয়েছে। কলকাতার এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে সাধারণ বা এসি বাস পাওয়া যায়। এছাড়া হাওড়া স্টেশন থেকে ট্রেনে উলুবেড়িয়া বা বাগনান স্টেশনে পৌঁছে সেখান থেকে শ্যামপুর হয়ে বাসে মাত্র ৮ কিলোমিটার গেলেই গাদিয়াড়া। তবে যদি ব্যক্তিগত গাড়িতে যান, তাহলে বিদ্যাসাগর সেতু, কোনা এক্সপ্রেসওয়ে এবং উলুবেড়িয়া হয়ে প্রায় ১ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন।

গাদিয়াড়ায় যাওয়ার জন্য গাড়িতে মাত্র দেড় ঘণ্টা সময় লাগে। তাই এক দিনের জন্যও সহজেই এখানে ঘুরে আসা যায়। পিকনিকের পাশাপাশি গাদিয়াড়ায় এক রাত কাটানোর সুযোগও রয়েছে। রাত কাটাতে চাইলে রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের রূপনারায়ণ ট্যুরিস্ট লজে আগে থেকে বুকিং করে রাখতে হবে। নদীর ধারে প্রিয়জনদের সাথে বসে একটি চমৎকার দিন কাটানোর সুযোগ চাইলে গাদিয়াড়া হতে পারে এই বছরের সেরা পিকনিক ডেস্টিনেশন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর