যুদ্ধের

রাজীব ঘোষ, ১৬ সেপ্টেম্বর: G-20-র প্রভাব শেয়ার বাজারে | কোন শেয়ারে মালামাল হবেন?

শেয়ারবাজারে বেশ কিছু নির্দিষ্ট কোম্পানির শেয়ারের দাম ভবিষ্যতে একেবারে আকাশ ছুঁতে পারে। আর এর কারণ হিসেবে জানা যাচ্ছে G-20 Summit-এ যে ঘোষণাপত্র গ্রহণ করা হয়েছে, সেখানে বেশ কিছু সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট পণ্যের সঙ্গে যুক্ত কোম্পানির শেয়ারের দাম আগামী দিনে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। ফলে যথেষ্ট লাভবান হতে পারেন শেয়ার হোল্ডাররা।

অ্যাকাউন্ট খুললেই মালামাল! ঘোষণা ব‍্যাঙ্কের

G-20 শীর্ষ বৈঠকে জলবায়ু, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ দূষণ নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয়। সেখানে ভারত সরকার গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্স (Global Bio Fuel Alliance) ঘোষণা করে। আর তাতে G-20 বৈঠকে যোগ দেওয়া সমস্ত দেশকে শামিল হওয়ার জন্য আবেদন করে। দেশের সরকার ইথানলের পরিমাণ ১০ শতাংশ থেকে বাড়িয়ে পরিবেশ দূষণ কমানোর জন্য পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ মেশানোর জন্য পদক্ষেপ করতে চলেছে। বর্তমানে এই ইথানল পেট্রোলের সঙ্গে ১০% মেশানো হয়। তবে সেটি পরিবেশ দূষণ কমানোর জন্য যথেষ্ট নয়, তাই তার পরিমাণ বৃদ্ধি করে ২০ শতাংশ করতে চাইছে দেশের সরকার।

G20 শুরুতেই বাজিমাত মোদীর

এই গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্সের লক্ষ্য বিশ্বব্যাপী প্রযুক্তির উন্নতির মাধ্যমে জৈব জ্বালানির ব্যবহার যাতে বাড়ানো যায়। এই জৈব জ্বালানি প্রাকৃতিক পরিবেশ থেকেই পাওয়া যায়। যেমন আখ থেকে চিনি তৈরির সময় ইথানল তৈরি হয়। ভারতের জ্বালানির চাহিদা মেটানোর জন্য ৮৫ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করা হয়। আর তার জন্য অনেক বৈদেশিক মুদ্রাও খরচ হয়। তাই আখের ফেলে দেওয়া অংশ, খড়, গাছের বিভিন্ন ফেলে দেওয়া জিনিস থেকে এই জ্বালানি তৈরি করতে চাইছে ভারত। আর তার ফলে এর সঙ্গে সংযুক্ত বেশ কিছু কোম্পানির শেয়ার আগামী দিনে এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে। কোন কোন কোম্পানির শেয়ার বাড়তে পারে, সেটা একবার দেখা যাক।

হলদিরামের শেয়ার কিনতে চলেছে টাটা!

ডালমিয়া ভারত সুগার এন্ড ইন্ডাস্ট্রিজ (Dalmia Bharat Sugar and Industries)

সরকারের এই ঘোষণার পরেই প্রায় 6 শতাংশ বেড়ে গিয়েছে এই কোম্পানির শেয়ারের দাম। এদের প্রতিদিন ইথানল তৈরীর ক্ষমতা ২৫০ কিলোলিটার বাড়ানোর জন্য ৪০০ কোটি টাকা পুনরায় বিনিয়োগ করছে। আগামী বছরের সেপ্টেম্বরে আলাদা কারখানা খোলার সম্ভাবনা রয়েছে।

শ্রী রেনুকা সুগার (Sree Renuka Sugar)

জি-টোয়েন্টিতে ভারতের এই ঘোষণার পরেই এই কোম্পানির শেয়ারের দাম এক ধাক্কায় ৭ শতাংশ বেড়ে গিয়েছে। কোম্পানির এখন Market Capitalisation ১১৬৯৬ কোটি টাকা। ইথানল প্রস্তুতির ক্ষমতা ৭২০ কিলোলিটার থেকে বাড়িয়ে এই কোম্পানি ১২৫০ কিলোমিটার করতে চলেছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর