G-20

ব্যুরো নিউজ, ৮ সেপ্টেম্বর: G-20 তে চাঁদের হাট | থাকছেন কোন কোন রাষ্ট্রনায়ক?

G20 সম্মেলন দিল্লির ভারত মণ্ডপ আন্তর্জাতিক প্রদর্শনী কনভেনশন সেন্টার প্রগতি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে। ৯ থেকে ১০ই সেপ্টেম্বর দুদিন ব্যাপী চলবে এই সম্মেলন। ভারতে প্রথম অনুষ্ঠিত হতে চলেছে অষ্টাদশ G-20 শীর্ষ সম্মেলন।

 

এই সম্মেলনে অংশগ্রহণ করছে ২০টি দেশ। আসছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চীনের প্রধানমন্ত্রী লি কিইয়াং। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ।

G-20 বৈঠক বসছে ভারত মন্ডপমে | কী রয়েছে এর অন্দরে?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, মেক্সিকোর অর্থমন্ত্রী রাকেল বুয়েনরস্ট্রো সানচেজ, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওল, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, সৌদি আরবের প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন, ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইন, ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল।

এখনও পর্যন্ত এই শীর্ষ সম্মেলন এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।

জি-২০ সম্মেলন | সাজোসাজো রব দিল্লিতে

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কোমারোসার প্রেসিডেন্ট আজালি আসুমানী, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল – সিসি, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগনাউথ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলো টিনুবু, ওমান সুলতান হাইথাম বিন তারিক, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোঃ বিন জায়েদ আল নাহিয়ান।

এছাড়া অংশগ্রহণ করছেন আন্তর্জাতিক সংস্থার অতিথিরা। এশীয় উন্নয়ন ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া, কোয়ালিশন ফর ডিজাস্টার রেজলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারের মহাপরিচালক অমিত প্রোথি, আর্থিক স্থিতিশীলতা বোর্ডের চেয়ার Klaas নট, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হংবো, আন্তর্জাতিক সৌর জোটের মহাপরিচালক অজয় মাথুর, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার মহাসচিব ম্যাথিয়াস কোরম্যান, জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস, বিশ্ববাঙ্কের সভাপতি অজয় বঙ্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো আইওয়ালা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর