ব্যুরো নিউজ,১৭ আগস্ট:বড়দেরই শুধুমাত্র যে হেপাটাইটিস সি রোগ হয় তা নয় বাচ্চারাও এই রোগ আক্রান্ত হয়ে থাকে। হেপাটাইটিস সি রোগ মূলত শরীরের রক্তে সংক্রমণ ছড়ায়। যে সব রোগীরা থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া রোগে আক্রান্ত এই রোগ তাদের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই রোগটি এড়িয়ে যাওয়া ভালো নয়। কারণ এর ফলে লিভার ক্যান্সারেও হতে পারে। শুধু যেই রোগ বড়দের হয় তা নয় শিশুদের মধ্যেও এই রোগ হতে পারে।
মাঙ্কি পক্স নিয়ে গ্লোবাল এমার্জেন্সি ঘোষনা করল WHO
কি দেখলে সতর্ক হবে না আপনি ?
RG Kar case:মেয়েকে খুন ও ধর্ষণের ঘটনায় কারা জড়িত..সিবিআইকে যা বলেছেন মৃতার বাবা
হেপাটাইটিস সি রোগটি সাধারণত এক বছর বা তার বেশি বয়সের শিশুদের হতে পারে। তাই সঠিক সময় বাচ্চাদের টিকা দেবেন। নিম্নলিখিত নিচের উপসর্গগুলি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন।
RG Kar case:মুখ খুললেই ট্রান্সফার?একধাক্কায় ৪৩ চিকিৎসক বদলির নির্দেশ, মমতার নিন্দায় সরব সংগঠন
১.এই রোগের আক্রান্তকারী রুগীর চোখে এবং ত্বকে হালকা হলদে ছাপ করতে পারে।
২.শরীরের পেশিতে ব্যথা হতে পারে।
৩. খিদে না পাওয়া, পেটে ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি ভাব, মাথা ঘোরা দেখা যায়।
৪. এছাড়া প্রস্রাবের দিকটি খেয়াল রাখতে হবে। এই সময় প্রস্রাবের রং হলুদ হয়।