rgkar update

ব্যুরো নিউজ,১৬ আগস্ট: আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় উত্তাল শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারত বর্ষ। প্রশ্ন উঠেছে মহিলাদের নিরাপত্তা নিয়েও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থার নাম ‘ডিরেক্টরেট জেনারেল হেলথ সার্ভিসেস ‘( ডিজিএইচএস)। ডিজিএইচএস এর ডিরেক্টর এর নাম অতুল গোয়েল। তার কথায় বর্তমান সময়ে হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের উপর হামলার ঘটনা অনেকটাই বেড়েছে। অনেকেই আক্রান্ত যেমন হচ্ছেন তেমনি হুমকির মুখেও পড়ছেন।

‘ডিরেক্টরেট জেনারেল হেলথ সার্ভিসেস ‘( ডিজিএইচএস) এর নির্দেশিকা

ডুয়ার্সের একটি রেস্তোরায় হঠাৎ হাজির অরিজিৎ সিং। কি খেলেন তিনি রেস্তোরায়?

এরকম ঘটনাগুলো অবশ্যই প্রতিকার হওয়ার দরকার। তাই হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ওপর কোনো রকমের হামলা বা জোর জুলুম হলে ৬ ঘন্টার মধ্যে এফাইয়ার দায়ের করতে হবে বলে জানিয়েছেন ওই কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা। তার সাথে আরও একটি নির্দেশ দিয়েছেন যে ৬ ঘণ্টার মধ্যে এফআইআর দায়েরের দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কে।

ময়দা দিয়ে করুন রূপচর্চা। চটজলদি উজ্জ্বল হবে আপনার ত্বক

সম্প্রতি ৮ ই আগস্ট রাতে আর জি কর মেডিকেল কলেজের সেমিনার হলে ধর্ষণ এবং খুন হন একজন তরুণী চিকিৎসক। এরই মধ্যে একদল দুকৃতি আর জি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ঢুকে তাণ্ডব চালায়। ভেঙে তছনছ করে দেয় জরুরী বিভাগের টিকিট কাউন্টার , ওষুধের স্টোর রুম সহ আরো গুরুত্বপূর্ণ হাসপাতালে জিনিসপত্র। তারি সাথে আক্রান্ত হন হাসপাতালে কিছু চিকিৎসা কর্মী এবং জুনিয়র ডাক্তারও। এই ঘটনার পরেও কর্তৃপক্ষের তরফ থেকে কোন এফআইআর দায়ের করা হয়নি। এই ঘটনাগুলো বন্ধ করার জন্য জন্যই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ডি জি এইচ এস এই নির্দেশিকা জারি করেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর