বাংলা গানের জগতে এক নতুন সংযোজন ‘হুলিগানিজ়ম’

ব্যুরো নিউজ,২৯ মার্চ : বাংলা গানের জগতে এক নতুন সংযোজন ‘হুলিগানিজ়ম’। এটি শুধুমাত্র একটি ব্যান্ড নয়, বরং একদল বন্ধুর স্বপ্ন ও সৃষ্টির মিলন। অনির্বাণ ভট্টাচার্য্য, শুভদীপ গুহ, দেবরাজ ভট্টাচার্য্য, কৃষ্ণেন্দু ঘোষ, সুশ্রুত গোস্বামী, নীলাংসুক দত্ত, প্রীতম দাস, প্রীতম দেব সরকার ও সোমেশ্বর ভট্টাচার্য মিলে গড়ে তুলেছেন এই ব্যান্ড। সম্প্রতি এসভিএফ মিউজিকের প্রযোজনায় প্রকাশ পেল তাঁদের প্রথম মিউজিক ভিডিও ‘মেলার গান’। গানটি লিখেছেন অনির্বাণ নিজেই, আর এই ভিডিওর পরিচালনায় আছেন অভিনেতা ঋদ্ধি সেন।

বাংলাদেশ স্বাধীনতা দিবসে মুজিবের নাম মুছে দেওয়ার চেষ্টা হোলো,মোদির চিঠিতে খোঁচা ইউনূসকে।

অনির্বাণ বলছেন, “হুলিগানিজ়ম মানে শুধু গান নয়, এটি একদল বন্ধুদের একসঙ্গে পথচলার গল্প। আমরা গান তৈরি করি, ভালোবাসা দিয়ে গাই। এসভিএফ আমাদের এমন একটি প্ল্যাটফর্ম দিয়েছে, যার মাধ্যমে আমরা শ্রোতাদের কাছে পৌঁছতে পারছি। আমাদের মিউজিক অ্যালবামের প্রথম গান হিসেবে ‘মেলার গান’ মুক্তি পেয়েছে, যা আমাদের নতুন যাত্রার সূচনা।”

লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান

অনির্বাণের কেরিয়ার শুরু হয়েছিল নাটকের মঞ্চ থেকে। গানের প্রতি তাঁর ভালোবাসা নতুন নয়, তবে তিনি প্রথাগত কোনো গানের শিক্ষা নেননি। কিন্তু তাঁর গানের প্রতি শ্রোতাদের ভালোবাসা সেই শুরুর দিন থেকেই স্পষ্ট। ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমার ‘কিচ্ছু চাইনি আমি’ গানটি অনির্বাণের কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠে। এরপর তিনি একাধিক মিউজিক ভিডিও ও সিনেমার জন্য গান লিখেছেন ও গেয়েছেন। ‘বল্লভপুরের রূপকথা’-তে তাঁর লেখা গানও বেশ প্রশংসিত হয়।

পাঞ্জাব বিধানসভার বাজেট অধিবেশন শুরু, আপ সরকারকে তীব্র আক্রমণ বিরোধীদের

ঋদ্ধি সেন বলছেন, “আমি অনেক আগেই হুলিগানিজ়মের কথা শুনেছিলাম। এটি শুধু একটি ব্যান্ড নয়, এর মধ্যে গভীর চিন্তাভাবনা আছে। অনির্বাণ ও এসভিএফ ছাড়া এটি সম্ভব হতো না। আমাদের প্রথম মিউজিক ভিডিওতে শুধুই গান নয়, রয়েছে এক নতুন দর্শন।”এখন দেখার, শ্রোতারা ‘মেলার গান’-কে কতটা আপন করে নেন!

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর