ব্যুরো নিউজ,১৮ ডিসেম্বর:ভারতীয় ক্রিকেটের গৌরবময় অধ্যায় রচনা করা বাংলার মেয়ে, প্রাক্তন পেসার ঝুলন গোস্বামী পেলেন এক বিশেষ সম্মান। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর উদ্যোগে ইডেন গার্ডেনসে একটি স্ট্যান্ড ঝুলন গোস্বামীর নামে নামাঙ্কিত করা হল। শুধু বাংলার নয়, বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি হিসেবে স্বীকৃতি পেলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মহারাজ তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।ঝুলন গোস্বামী চাকদহ এক্সপ্রেস নামে পরিচিত, তার নামেই যেন তাবৎ ব্যাটারদের মনে ভয় ধরানোর ইতিহাস লেখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ঝুলনের পরিসংখ্যান বিশাল। ১২টি টেস্টে ৪৪টি উইকেট, ২০৪টি ওয়ানডে ম্যাচে বিশ্বরেকর্ড ২৫৫ উইকেট এবং ৬৮টি টি২০ ম্যাচে ৫৬ উইকেট—এই সমস্ত অর্জনই তাকে বিশ্বের অন্যতম সেরা বোলারদের মধ্যে স্থান দিয়েছে। তবে এত সাফল্যের পরেও তার ঝুলিতে বিশ্বকাপ জয়ের আনন্দ অধরা রয়ে গেছে।
কালীঘাটের কাকুর স্বাস্থ্যপরীক্ষাঃ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে জোকা হাসপাতালে স্থানান্তর
স্ট্যান্ড উদ্বোধনের আবেগঘন মুহূর্ত:
ইডেনের স্ট্যান্ডে নিজের নাম দেখতে পেয়ে আপ্লুত ঝুলন। তিনি বলেন, “আমি কখনও ভাবিনি আমার নামে স্ট্যান্ড হবে। দেশের হয়ে খেলার সুযোগ পাওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে নিজের নামে স্ট্যান্ড হওয়া সত্যিই বিশেষ। আমি সিএবি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং আমার ক্রিকেট জীবনের প্রতিটি সমর্থককে ধন্যবাদ জানাই।” ইডেনের আরেকটি স্ট্যান্ড কর্নেল এনজে নায়ারের নামে নামাঙ্কিত করা হয়েছে। সাহসিকতা এবং দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনার এই গর্বিত অফিসার পেয়েছেন অশোকচক্র এবং কীর্তি চক্র। অনুষ্ঠানে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “সাহসিকতা ও সাফল্যের মেলবন্ধন গড়ে তুলেছেন ঝুলন গোস্বামী ও কর্নেল এনজে নায়ার। ইডেনে তাদের নামে স্ট্যান্ড করতে পেরে আমরা গর্বিত।”
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রবিচন্দ্রন অশ্বিনের
সৌরভ বলেন আজকের দিনটি বিশেষ একটি দিন। ঝুলন গোস্বামী এবং কর্নেল এনজে নায়ার—দুজনেই তাদের ক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করেছেন। ঝুলনের ক্রিকেট এবং নায়ারের সাহসিকতা আমাদের জন্য অনুপ্রেরণা।ঝুলন গোস্বামীর এই সম্মান কেবল তার ব্যক্তিগত সাফল্যকে নয়, বাংলার ক্রিকেট এবং দেশের গর্বকেও আলোকিত করে। ইডেনে এই নামকরণ শুধু একটি ঘটনা নয়, এটি দেশের প্রতিভা এবং ঐতিহ্যকে উদযাপনের প্রতীক।