ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:নাক ও তার আশপাশে কালো দাগ বা ব্ল্যাকহেডস খুব সাধারণ একটি সমস্যা। এটি দূর করতে অনেকেই চিমটে জাতীয় যন্ত্র ব্যবহার করেন। তবে এটি ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে কারণ সঠিক নিয়ম না মানলে ত্বকে সংক্রমণ হতে পারে। সহজে ব্ল্যাকহেডস তুলতে প্রথমে স্টিম নিতে পারেন। গরম ভাপের ফলে ত্বকের পোরগুলো খুলে যাবে যা ব্ল্যাকহেডস তুলতে সাহায্য করে। এরপর পরিষ্কার যন্ত্র ব্যবহার করে ব্ল্যাকহেডস তুলুন।
কিভাবে?
ব্ল্যাকহেডস তোলার পর নাক ও আশপাশের জায়গায় কোল্ড স্টিম দিন। এটি পোরগুলো বন্ধ করতে সাহায্য করে এবং নতুন করে ময়লা জমার আশঙ্কা কমায়। পোর উন্মুক্ত থাকলে ত্বকে সহজেই ময়লা জমে যা পরবর্তীতে ব্ল্যাকহেডসের সমস্যাকে বাড়িয়ে তোলে।
পেয়ারা পাতার ম্যাজিকে ভ্যানিশ হবে চুলের সব সমস্যা
ব্ল্যাকহেডস প্রতিরোধে ত্বক পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ত্বকের জন্য অয়েল-ফ্রি সানস্ক্রিন ব্যবহার করুন। তেলযুক্ত সানস্ক্রিন নাকের চারপাশে ময়লা জমার কারণ হতে পারে। এছাড়া ঘরোয়া উপায় হিসেবে অ্যালোভেরা জেল ও টি ট্রি অয়েল মিশিয়ে সারারাত লাগিয়ে রাখতে পারেন। এটি ত্বক মসৃণ রাখার পাশাপাশি ব্ল্যাকহেডস কমাতে সাহায্য করবে।নিয়মিত স্ক্রাবিং এবং ত্বকের সঠিক যত্ন নিলে ব্ল্যাকহেডসের সমস্যাকে অনেকটাই দূরে রাখা সম্ভব।