ব্যুরো নিউজ,১৮ ডিসেম্বর:দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বউবাজারের নীচে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিমমুখী টানেলের ফাঁক অবশেষে পূরণ হল। দুর্গা পিতুরি লেনে টানেলের শেষ ছয় মিটারের ফাঁকটি শনিবার সম্পূর্ণভাবে যুক্ত হয়েছে। এই সফলতার ফলে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর এক বড় দুশ্চিন্তা দূর হল।২০১৯ সালের বউবাজার বিপর্যয়ের পর থেকে অত্যন্ত ধীর এবং সতর্ক পদক্ষেপে এই অংশের কাজ চালানো হয়েছিল।
বক্স অফিসে ‘খাদান’ বনাম ‘সন্তান’ঃ জমজমাট লড়াইয়ের অপেক্ষায় টলিপাড়া
দৈনিক ১১৪টি মেট্রো
বিপর্যয় পরবর্তী প্রতিকূলতা কাটিয়ে মেট্রো কর্তৃপক্ষ এখন ২০২৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিলোমিটার পথ জুড়ে বাণিজ্যিক পরিষেবা চালু করার লক্ষ্য স্থির করেছে। এই পরিষেবা চালু হলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রীরা সরাসরি মেট্রোর মাধ্যমে যাতায়াত করতে পারবেন।এখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। তবে, শিয়ালদা ও এসপ্ল্যানেডের মধ্যবর্তী ২.৫ কিলোমিটার পথের নির্মাণকাজ চলার কারণে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা সীমিত করা হয়েছে। দৈনিক ১১৪টি মেট্রো চালানো হচ্ছে, যা আগের মতোই থাকছে।
ইডেনে ইতিহাসঃ ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড, বাংলার গর্বকে সিএবির বিরল সম্মান
টানেলের ফাঁক পূরণ হওয়ায় মেট্রো কর্তৃপক্ষ এখন আরও আত্মবিশ্বাসী। ১৫ বছরের দীর্ঘ স্বপ্ন পূরণের পথে এই সাফল্য বড় মাইলফলক। অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি ধাপ সম্পন্ন হওয়ায় মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, নির্ধারিত সময়ের মধ্যেই পুরো পথ যাত্রীদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।যদিও সরকারিভাবে এখনও পরিষেবা চালুর সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি, তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, ২০২৫ সালের মে বা জুনের মধ্যে সম্পূর্ণ রূপে এই প্রকল্পের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে।