durga puja new plan bjp

ব্যুরো নিউজ,১ আগস্ট: আর বেশি দেরি নেই দুর্গাপুজোর। মায়ের আগমনের প্রাক মুহূর্তে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সর্বস্তরে। ইতিমধ্যেই সমস্ত বড় মাপের ক্লাবগুলির পূজো প্রস্তুতি একেবারে তুঙ্গে উঠেছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে ১৮ টি আসন দখল করে। তারপরে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির পক্ষ থেকে জাঁকজমক ধুমধাম করে দুর্গাপুজার আয়োজন করা হয়। কিন্তু ২০২১ এর নির্বাচনে প্রত্যাশা মত ফল না হওয়ার কারণে পরবর্তীতে সেই পুজো আর ধুমধাম করে করতে দেখা যায়নি।

শহর জুড়ে হকার সমীক্ষা শুরু আজ থেকে।সময় বেঁধে দিলেন মেয়র পারিষদ

এবার দুর্গাপূজা করতে চলেছে বঙ্গ বিজেপি, কিরকম প্রস্তুতি?

পুজো করা হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হলে বিজেপির অন্দরে সিদ্ধান্ত নেওয়া হয়, পূজো শুরু করলে পরপর তিন বছর করা উচিত। ফলে তারপর পরপর দুই বছর সাধারণভাবেই পূজো করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের EZCC তে এই পুজোর আয়োজন করে বিজেপি। ২০২১ এর আগে মহা ধুমধাম করে বিজেপির পক্ষ থেকে এই দুর্গাপুজোর উদ্বোধন দিল্লি থেকে ভার্চুয়ালি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর কোনো মতে পরপর দুই বছর দূর্গা পূজা হলেও সেই জাকজমক আর লক্ষ্য করা যায়নি। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ফের ধুমধাম করে আয়োজনের পথে হাঁটতে চলেছে বিজেপি,এমনটাই জানা যাচ্ছে। এক্ষেত্রে Eastern Zonal Cultural Center বা সল্টলেকের EZCC তেই এই পূজার আয়োজন করা হবে। তবে এবার ২৬ এর নির্বাচনের আগে শুরু হতে চলেছে মহা ধুমধাম সহকারে দুর্গাপুজো।

ইডি দিল্লিতে ডাকতেই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক,কী নির্দেশ শীর্ষ আদালতের?

২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি ১২টি আসনে জয়লাভ করেছে। সেক্ষেত্রে ১৯ এর তুলনায় ৬টি আসন কম পেয়েছে। অপরদিকে তৃণমূলের আসন সংখ্যা বৃদ্ধি হয়েছে। তৎসত্ত্বেও একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে, বাংলার শহরাঞ্চল বিশেষ করে পুরসভা এবং কর্পোরেশন এলাকায় বহু জায়গায় তৃণমূল পিছিয়ে পড়েছে। এমনকি ৯০ টির উপর বিধানসভাতেও তৃণমূল পিছিয়ে রয়েছে। সে দিক থেকে নির্বাচনী বিশ্লেষণ অনুযায়ী লক্ষ্য করলে দেখা যাবে, বিরোধী দল হিসেবে বিজেপি যদি সঠিক কৌশল এবং সঠিক নির্বাচনী ফর্মুলা মেনে ঝাঁপিয়ে পড়ে, তাহলে শাসক তৃণমূলকে অনেকখানি বেগ দিতে পারে। তাই ২০২৬ এর আগে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপিকে শক্তিশালী করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে বাংলায় বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপির যথেষ্ট লড়াই দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাঙালি আবেগকে হাতিয়ার করেই ফের সল্টলেকের এই EZCC তে জাঁকজমক করে দুর্গাপুজোর আয়োজন করতে চলেছে বিজেপি। তবে এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে এই EZCC-র। যদি একান্তই সম্ভব না হয়, তাহলে উল্টোদিকে ঐক্যতানে ধুমধাম সহকারে দুর্গাপুজোর আয়োজন করবে বিজেপি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর