ব্যুরো নিউজ,৭আগস্ট :ভারতীয়দের জন্য দুঃসংবাদ।সোনার দৌড়ে বাতিল ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগাট। আজ বুধবার তার ফাইনাল ছিল। সোনার লড়াইতে তার নামার কথা ছিল আজ। হারলেও রুপো অন্তত নিশ্চিত ছিল।
প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে ইতিহাস গড়লেন অবিনাশ সাবলে
ভারতীয়দের জন্য দুঃসংবাদ
কিন্তু হঠাৎই পারিস অলিম্পিকে দুর্যোগের ঘনঘটা। একটা বিরাট আঘাত নেমে এলো আপামোর ভারতীয়দের বুকে। খবরটা ছড়িয়ে পড়তে ভারাক্রান্ত মন ভারতবাসীর।বিনেশ ফোগাট ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে বাদ পড়েছেন। আজ সকালে তার ওজন মাপা হয়। দেখা যায় তার ওজন ১০০ গ্রাম বেশি।এটা একটা বিরাট ধাক্কা। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার দরুন বিনেশকে ৫০ কেজির ফাইনালে নামতে দেওয়া হবে না।
প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে বিনেশ ফোগাট আজ সোনার লড়াই
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই দুঃসংবাদটি জানিয়েছেন ।তারা আরো বলেছেন ভারতীয় দলের পক্ষ থেকে সারারাত ধরে তার বাড়তি ওজন কমানোর বহু চেষ্টা করা হয়েছে। কিন্তু তারপরেও আজ সকালে তার ওজন ৫০ কেজি থেকে ১০০ গ্রাম বেশি হয়েছে এর থেকে বেশি কিছু জানানো হয়নি ভারতীয় দলের পক্ষ থেকে। এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ভারতবাসীর জন্য।