ক্রিস্টমাসে সান্তা ক্লজ সেজে পরিবার নিয়ে আনন্দে মাতলেন মহেন্দ্র সিংহ ধোনি!

ব্যুরো নিউজ,২৬ ডিসেম্বর:ক্রিসমাসের আনন্দে সেজে উঠেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে সান্তা ক্লজের সাজে আসেন তিনি। স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভার সঙ্গে আনন্দের মুহূর্তগুলো কাটানোর সময় একটি ছবি তোলেন ধোনি, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সাদা দাড়ি, সান্তার লাল পোশাক, কালো চশমা আর গাম্বুট পরা ধোনিকে দেখে চেনা মুশকিল হয়ে দাঁড়ায়। সান্তা ক্লজের সাজে ক্যামেরার সামনে পোজ দিয়ে, ক্রিস্টমাস ট্রির সামনে বসে ছবি তোলেন তিনি।

জানেন কি আগে সান্তা ক্লজ সবুজ রঙের পোশাক পড়তেন? হঠাৎ কেন পোশাকের রঙ বদল? জানুন  

বিশেষ দিন

মহেন্দ্র সিংহ ধোনির পরিবার নিয়ে কাটানো সময়টা নিঃসন্দেহে বিশেষ ছিল। কখনও মেয়ে জিভাকে কোলে নিয়ে ছবি তোলেন, কখনও স্ত্রী সাক্ষীর সঙ্গে। ধোনির সাদাসিধে জীবনযাত্রা এবং পারিবারিক জীবনের এই ছবিগুলো অনুরাগীদের মধ্যে এক ভিন্ন আনন্দ ছড়িয়ে দিয়েছে।সমাজমাধ্যমে ধোনি খুব একটা দেখা যায় না। ২০১৯ সালে ভারতীয় দলের হয়ে শেষবার খেলা দেখা গিয়েছিল তাকে। তারপর থেকে শুধুমাত্র আইপিএলে অংশ নিয়েছেন। আগামী বছর তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে আরও একটি আইপিএল খেলবেন।

কে ছিলেন সান্তাক্লজ? তাঁর বাড়িই বা কোথায়?

আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, ধোনি আনক্যাপড ক্রিকেটার হিসেবে নিজের পুরনো দলে নাম লিখিয়েছেন। গত আইপিএলে তিনি চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দেন এবং রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক বানানো হয়। তবে, ধোনির অবসর নিয়ে মাঝে মাঝেই জল্পনা চললেও, এখন তিনি খেলে যাচ্ছেন এবং সমর্থকদের আশা জিইয়ে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর