ব্যুরো নিউজ,১৯ নভেম্বর:দিল্লির বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। চলতি মরশুমে সবচেয়ে খারাপ বাতাসের মান নিয়ে উদ্বেগে গোটা শহর। সোমবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৪৮১-এ পৌঁছায় যা অত্যন্ত বিপজ্জনক। শীতের কুয়াশা আর ধোঁয়াশায় ঢেকে গেছে গোটা রাজধানী। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরের পরিষেবা বিপর্যস্ত ফ্লাইটগুলো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে চলছে।
পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূলের সম্পর্ক নিয়ে উত্তপ্ত বিতর্কঃ সৌমিত্র খাঁর তীব্র অভিযোগ
দূষণ নিয়ন্ত্রণে নেওয়া অতিরিক্ত পদক্ষেপ
পরিস্থিতি মোকাবিলায় সরকার GRAP-4 এর অধীনে কঠোর নিয়ম চালু করেছে। আজ থেকে প্রাইমারি ও হাইস্কুল বন্ধ করে অনলাইন ক্লাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবল দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস অফলাইনে হবে। সরকারি ও বেসরকারি অফিসে ৫০% কর্মচারীকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
শীতের শুরুতেই বাজারে মূল্যবৃদ্ধির হাহাকার!
সমস্ত প্রকার নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ।দিল্লির বাইরে থেকে আসা সব ট্রাকের প্রবেশ নিষেধ, কেবল অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক ছাড়া।ছোট বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে শুধু ইভি, সিএনজি এবং বিএস৬ ডিজেল যানবাহন চলাচলের অনুমতি।প্রয়োজনে গাড়ির জন্য জোড়-বিজোড় নীতি কার্যকর করা হবে।
মোদীর ব্রাজিল সফরে গুরুত্বপূর্ণ বৈঠকঃ বাণিজ্য, নিরাপত্তা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা
শিশু ও প্রবীণদের বাইরে না বেরিয়ে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ মোকাবিলায় দিল্লির জনজীবন কঠোর নিয়মের বেড়াজালে বাঁধা পড়েছে।