ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর :ঘূর্ণিঝড় ‘ডানা’ আরও শক্তি হারিয়ে শনিবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। রাজ্যের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পর নতুন দিনের আলো ফুটেছে আবহাওয়ারও যথেষ্ট উন্নতি হয়েছে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি আপাতত অবস্থান করছে ওড়িশার উপরে যেখান থেকে দ্রুত শক্তি হারিয়ে সেটি ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হবে বলে জানানো হয়েছে।
ঘূর্ণিঝড় ‘ডানা’ বিদায় নিলেও ধানের পর আলুচাষও সংকটে মাথায় হাত চাষিদের
রাজ্যে আবহাওয়ার উন্নতি
ঘূর্ণিঝড় ‘ডানা’র তাণ্ডবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমে আসবে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়ার আরও উন্নতি আশা করা হচ্ছে। উত্তরবঙ্গ আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে তবে পার্বত্য কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবারের ভারী বৃষ্টিতে তাপমাত্রা বেশ কমেছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। শনিবার শহরের তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে অনুমান। তবে বৃষ্টির পরও কলকাতার অনেক রাস্তায় জল জমে আছে যা সাধারণ নাগরিকদের ভোগান্তি বাড়াচ্ছে। অন্যদিকে জেলাগুলির বিভিন্ন ধানক্ষেতও জলের তলায় চলে গেছে যা চাষিদের জন্য বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ মুখ্য সচিবকে
এছাড়া উত্তর-পূর্ব অসম ও দক্ষিণ কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর পশ্চিমী ঝঞ্ঝারও ইঙ্গিত রয়েছে, যার প্রভাবে বিভিন্ন অঞ্চলে আগামী দিনগুলোতে আবহাওয়া পরিবর্তন হতে পারে। ফলে রাজ্যজুড়ে জলাবদ্ধতা ও ধানের ক্ষতির মধ্যেই আবহাওয়ার পরিস্থিতির আরও উন্নতির আশায় আছেন সাধারণ মানুষ।