চিন্ময় প্রভুর গ্রেফতারিতে বাংলাদেশ-ভারত উত্তেজনা,

ব্যুরো নিউজ,২৭ নভেম্বর:বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তেজনা চরমে।ভারতের বিদেশ মন্ত্রক চিন্ময় প্রভুর গ্রেফতারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়ার পর, বাংলাদেশ সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় বিবৃতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়, এবং বাংলাদেশ সরকারকে ‘অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রতিশ্রুতি’ ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করা হয়।চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় এবং তার গ্রেফতারির প্রতিবাদ জানালে বাংলাদেশ পুলিশ এবং সেনার বিরুদ্ধে হিন্দুদের উপর পালটা হামলার অভিযোগ ওঠে। ভারতীয় বিদেশ মন্ত্রক এ ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, ‘বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়েছে, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট এবং ভাঙচুর হয়েছে। কিন্তু সেই ঘটনায় অপরাধীরা মুক্ত রয়েছে।’

ইজরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতিঃ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণার পর নেতানিয়াহুর সতর্কবার্তা

ভারতের বিদেশ মন্ত্রকের দাবী


অপরদিকে বাংলাদেশ সরকারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এটি বিচারাধীন। তারা ভারতের বিবৃতিকে ‘ভুল’ ও ‘পৃথক রাজনৈতিক উদ্দেশ্য’ এর অংশ বলে দাবি করেছে। ইউনুস সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার অবশ্য নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যে, তারা সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করছে এবং দেশটির বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।বাংলাদেশ সরকার আরও বলেছে, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশে প্রতিটি ধর্মীয় গোষ্ঠী তাদের আচার-অনুষ্ঠান পালন করতে পারে এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’ তারা উদাহরণ হিসেবে গত মাসে শান্তিপূর্ণ দুর্গাপুজো উদযাপনের কথা উল্লেখ করেছেন যা  তাদের অসাম্প্রদায়িক মনোভাবের প্রমাণ।

ছত্রধর মাহাতোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের টানাপোড়েন?

এদিকে, ভারতের বিদেশ মন্ত্রক পূর্বের বিবৃতিতে আরো বলেছে, ‘আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টিও উদ্বেগের সাথে নোট করছি।’ এই পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রাজনীতিক সুকান্ত মজুমদারও পোস্ট করেছেন, যেখানে তিনি বাংলাদেশে হিন্দুদের দুরবস্থা এবং চিন্ময় প্রভুর অবৈধ গ্রেফতারি নিয়ে আলোচনা করেন।এই উত্তেজনার মধ্যে, ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এটি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাইরের হস্তক্ষেপ তারা মেনে নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর