রাজীব ঘোষ, ৬ সেপ্টেম্বর: ChatGPT চালাতে গিয়ে OpenAI-এ ধাক্কা?

ChatGPT চালাতে গিয়ে OpenAI কি ধাক্কা খাবে? ঝড় উঠেছে প্রযুক্তি জগতে। একেবারে বলা যায় বিপ্লব ঘটে গিয়েছে। একটি Chatbot প্রকাশ হয়েছে। আর তারপর থেকেই বিশ্বের অসংখ্য মানুষ এই চ্যাটজিপিটির (ChatGPT) উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। OpenAI বাজারে আসার পর থেকেই মানুষের মধ্যে এই অ্যাপ একেবারে সাড়া ফেলে দিয়েছে। নিমেষের মধ্যে কয়েক গুণ গ্রাহক সংখ্যা বেড়ে গিয়েছে। অনেকেই কর্মহীন হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন।

আদানিদের বিরুদ্ধে ফের শেয়ারে কারচুপির অভিযোগ?

বিশ্ব জুড়ে এআই প্রযুক্তি জগতে এক বিপ্লব ঘটিয়ে দিয়েছে। এবার এক রিপোর্টে জানা যাচ্ছে, চ্যাটজিপিটির বিপুল পরিমাণে খরচ মেটাতে গিয়ে ওপেন এআই দেউলিয়া হয়ে যেতে পারে। আর সেই আশঙ্কা ২০২৪ সালের মধ্যেই ঘটে যেতে পারে। অ্যানালেটিক্স ইন্ডিয়া ম্যাগাজিন নামে একটি কমার্শিয়াল সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, AI যুক্ত ChatGPT চালাতে গিয়ে প্রতিদিন ৭ লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে। যা ভারতীয় টাকায় ৫ কোটি ৮০ লাখ টাকা।

 

আবার Similar web নামে এক কোম্পানি জানিয়েছে, জুলাইয়ের শেষের দিকে চ্যাটজিপিটি ইউজারদের সংখ্যা বহু পরিমাণে কমে গিয়েছে। চলতি বছরের জুলাইয়ে জুনের চেয়ে ইউজারের সংখ্যা ১২% কমেছে, আগে ChatGPT ইউজারের সংখ্যা ছিল ১.৭ বিলিয়ন সেখানে কমে দাঁড়িয়েছে ১.৫ বিলিয়ন। রিপোর্টে এও জানানো হয়েছে, OpenAI GPT ৩.৫ ও জিপিটি ৪ ব্যবহারের জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। তারপরেও রাজস্ব তুলতে ব্যর্থ।

কিন্তু এই পরিস্থিতি কেন? প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমদিকে বেশ কিছু কোম্পানি ChatGPT ব্যবহার করতে চায়নি। কিন্তু পরে গুরুত্ব বুঝে তারা নিজেদের উদ্যোগেই চ্যাটজিপিটির মত নিজের চ্যাটবট তৈরি করেছে। এখনও পর্যন্ত ওপেন এ আই লাভ দেখতে পারেনি। ক্ষতির পরিমাণ ৫৪০ মিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। এর প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে ওপেন এআই-এর ক্ষতির পরিমাণও বাড়তে থাকে বলেই ওই ম্যাগাজিনের প্রতিবেদনে জানানো হয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর