CESC

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: CESC- এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল 

২৮ শে নভেম্বর INTUC- এর সেবাদল শাখা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় রিগাল সিনেমা এসপ্লানেড হয়ে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত। এই মিছিলে উপস্থিত ছিলেন আইএনটি ইউ সি সেবাদল শাখার সভাপতি প্রমদ পান্ডে ও কর্মী সমর্থকেরা।

রাস্তার বেহাল দশা| দুর্ঘটনা নিত্যসঙ্গী 

এই মিছিলের মূলত দাবী ছিল, CESC ও সরকারের তরফ থেকে স্মার্ট মিটার লাগু করা হচ্ছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তার বিস্তর প্রভাব পড়বে। দিন আনা দিন খাওয়া লোকেদের অনেক ক্ষতি হবে। তার জন্যই আজ স্মার্ট মিটার বাতিলের দাবিতে এই প্রতিবাদ মিছিল আয়োজিত হয়।

 

সরকারের কাছে তাদের একটাই অনুরোধ যে, স্মার্ট মিটারকে বাতিল করা হোক শীঘ্রই। এই স্মার্ট মিটারকে বাতিল করার দাবিতে একটি অভিনব কায়দায় বিক্ষোভ মিছিলের প্রদর্শন করা হয়েছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর