দিল্লির দূষণ: বিপদ এখনও কাটেনি, কৃত্রিম বৃষ্টি চাইছেন মন্ত্রী
ব্যুরো নিউজ,১৯ নভেম্বর:দিল্লির বাতাসের গুণমান সূচক বুধবার কিছুটা কমলেও এখনও বিপদ কাটেনি। রাজধানীতে গত কয়েক দিন ধরে ব্যাপক দূষণ দেখা যাচ্ছে, এবং বুধবার সকালে বাতাসের গুণমান সূচক ৪২২-এ নেমেছে। সাধারণত ৪৫০ ছাড়ালেই বাতাসের গুণমানকে ‘অতি ভয়ানক’ বলে ধরা হয়, তবে দিল্লির বেশ কিছু অঞ্চলের সূচক এখনও ৪৫০-র বেশি। রোহিণী, আনন্দ বিহার, আলিপুর, মুন্ডকা, জাহাঙ্গিরপুরী সহ অন্যান্য এলাকায় সূচক ৫০০ পর্যন্ত