সৌর বিদ্যুতেই চলবে চিড়িয়াখানা | জানালেন আম্বানি
ব্যুরো নিউজ, ২৬ ফেব্রুয়ারি: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি জানান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এখন সৌর বিদ্যুতেকে কাজে লাগিয়ে কীভাবে আরও এগিয়ে যাওয়া যায় সেই দিকেই চিন্তা- ভাবনা করছে। সদ্য নানান প্রি ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। তা নিয়েই তোরজোড় চলছে আম্বানি পরিবারে। মুকেশ ও নীতা আম্বানি জানিয়েছেন, আগামী ১, ২ এবং ৩ মার্চ অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং উৎসবের আয়োজন