ব্যুরো নিউজ,১২ অক্টোবর:কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জোলি সম্প্রতি এক ঘোষণায় বলেছেন, খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার সঙ্গে যদি কোনও ভারতীয় আধিকারিক জড়িত থাকে, তাহলে তাদের অবশ্যই দায়িত্ব নিতে হবে। কানাডার বিদেশ মন্ত্রকের মতে, এটাই তাদের লক্ষ্য।মেলানি জানিয়েছেন, “আমরা জানতে চাই কী ঘটেছিল এবং রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) তদন্ত চলছে।” গত বছরের ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ার সুরে এলাকায় এই খুনের ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত করছে আরসিএমপির ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)।
শারজাগামী এয়ার ইন্ডিয়া বিমানের ত্রিচিতে জরুরি অবতরণ
“অযৌক্তিক” এবং “উদ্দেশ্যপ্রণোদিত”
তিনি আরও বলেছেন, “আমরা ভারত সরকারের কাছে সহযোগিতা চাইছি, যাতে খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের দায় নেন।” কানাডা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতকে অগ্রাধিকার দেয় এবং তাদের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। তবে এই খুনের ঘটনায় “অনেক চাপ” তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন।মেলানি বলেন, “এই ধরনের ঘটনা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।” তবে ভারত যে কানাডার মাটিতে খলিস্তানপন্থী আন্দোলনে উদ্বিগ্ন, তা তিনি স্বীকার করেছেন।
বিচারের দাবিতে জোরদার সংগ্রাম: আরজি করের নির্যাতিতার পরিবারের পাশে চৈতি, দেবলীনা,উষসীরা
অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৮ সেপ্টেম্বর কানাডার হাউস অফ কমন্সে দাবি করেন, এই খুনের পেছনে ভারতীয় গুপ্তচরদের হাত থাকতে পারে। ট্রুডোর এই বক্তব্যের পর থেকে ভারত-কানাডা সম্পর্কের অবনতির শুরু হয়, যা এখনও চলছে।ভারত সরকারের পক্ষ থেকে এই অভিযোগগুলোকে “অযৌক্তিক” এবং “উদ্দেশ্যপ্রণোদিত” বলা হয়েছে। মেলানি জোলি অবশ্য জানিয়েছেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক জটিল এবং নানা সমস্যায় পূর্ণ।”