ভারতে শীঘ্রই আসছে বুলেট ট্রেন

ব্যুরো নিউজ,৭ জানুয়ারি:ভারতে বুলেট ট্রেন প্রকল্পটি বেশ কয়েকটি বছর ধরেই চলছে এবং সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে শীঘ্রই ভারতে বুলেট ট্রেন চালু হবে। তিনি সোমবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এই কথা জানান। মোদী জানিয়েছেন, গতকাল ওড়িশা, তেলাঙ্গানা এবং জম্মু-কাশ্মীরের একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করেছেন এবং সেখানেই তিনি বন্দে ভারতের নতুন স্লিপার কোচ ভার্সনের কথা উল্লেখ করেন।

ভারত-ইংল্যান্ডের ৫টি টি-২০ ও ৩টি ওয়ান ডে ম্যাচ কবে-কোথায়-কখন অনুষ্ঠিত হবে? দেখে নিন সূচি।

কি বললেন?

প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারতীয় রেলের এই হাইস্পিড প্রকল্পগুলি শুধু আমার জন্য নয়, বরং গোটা দেশের জন্য গৌরবের বিষয়।” তিনি আরও জানান, সম্প্রতি তিনি বন্দে ভারত ট্রেনের নতুন স্লিপার কোচ ভার্সনটি দেখেছেন, যা ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে সক্ষম। তবে, এই বন্দে ভারত ট্রেন শুধু সূচনা মাত্র, এবং শীঘ্রই ভারতে বুলেট ট্রেন চলবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী।এদিকে, কিছুদিন আগেই রিপোর্টে দাবি করা হয়েছিল যে, বন্দে ভারত ট্রেনের স্পিড বৃদ্ধি করে তা হাই স্পিড ট্রেনের স্ট্যাটাসে উন্নীত করা হবে। ভারতীয় রেল মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, বর্তমান বন্দে ভারত ট্রেনটি ভবিষ্যতে বুলেট ট্রেনের করিডরে চলাচল করবে, এবং এর সর্বোচ্চ গতি হবে ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আবার বাঘের আতঙ্ক এবার কুলতলিতে  

সূত্র অনুযায়ী, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) এবং বিইএমএল মিলে এই নতুন হাই স্পিড ট্রেনের নকশা তৈরি করছে। ট্রেনের সর্বোচ্চ গতি ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে, যা বর্তমানে বন্দে ভারত ট্রেনের গতি থেকে অনেক বেশি। বিইএমএল জানিয়েছে, আগামী দুই বছরের মধ্যে এই নতুন ট্রেনগুলি তৈরি হয়ে যাবে এবং এটি আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্র্যাকে চলতে সক্ষম হবে।এখন, সরকারের উদ্দেশ্য হল, বিদেশি সংস্থার বদলে দেশীয় সংস্থার হাতে বুলেট ট্রেন তৈরির বরাত দেওয়া। আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে, বুলেট ট্রেনের ট্রায়াল রান ২০২৬ সালের অগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। বিইএমএল তাদের বেঙ্গালুরুর কোচ কমপ্লেক্সে এই নতুন হাই স্পিড ট্রেন তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর