ব্রিসবেন টেস্টে ভারতের দলে দুই বদল

ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর:ব্রিসবেনে তৃতীয় টেস্টে ভারতীয় দলে দেখা গেল দুটি বড় পরিবর্তন। দলে জায়গা হারালেন রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষিত রানা। তাদের পরিবর্তে সুযোগ পেলেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং পেসার আকাশ দীপ।গোলাপি বলের টেস্টে অশ্বিনের ভালো পারফরম্যান্স থাকলেও ব্রিসবেনে তাকে দলে রাখা হয়নি। বরং দলের ভারসাম্য বাড়াতে নেওয়া হয়েছে জাডেজাকে। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম জাডেজা। তার অন্তর্ভুক্তিতে ভারতের লোয়ার অর্ডার আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রানাঘাটের মাটির নিচে জ্বালানি ভাণ্ডারঃ উত্তোলনের পথে বড় পদক্ষেপ

ধারাবাহিক ভালো পারফরম্যান্স অপরিহার্য


অন্যদিকে, বাংলার পেসার আকাশ দীপও দলে ফিরেছেন। অ্যাডিলেডে হর্ষিত রানার পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় তার জায়গায় আকাশ দীপকে আনা হয়েছে। আকাশের ঘরোয়া ক্রিকেটে ফর্ম ভালো থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দুই টেস্টে তাকে খেলানো হয়নি। এবার ব্রিসবেনে তৃতীয় টেস্টে মাঠে নামার সুযোগ পেলেন তিনি। এই সুযোগ কাজে লাগানো আকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দলে জায়গা ধরে রাখতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স অপরিহার্য।

দক্ষিণ-পূর্ব রেলের প্রথম মহিলা লোকো পাইলট দ্বীপান্বিতা দাস তৈরি করলেন নতুন ইতিহাস

তৃতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে থাকছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ। অধিনায়ক রোহিত শর্মা দলকে জয় এনে দিতে এই ক্রিকেটারদের উপরেই আস্থা রাখছেন।এই টেস্ট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল জয়ের ধারায় ফিরতে মরিয়া, আর তার জন্য জাডেজা ও আকাশ দীপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর