ব্যুরো নিউজ, ১২ জুলাই: বহু মানুষ আছেন, যারা ১০টা- ৫টার বাঁধা গতে অফিসে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে নিয়ম মেনে চাকরি করতে চান না। আবার বাইরের সমস্ত হ্যাপা সামলে ব্যবসা করলে কতখানি লাভবান হবেন, সেই চিন্তাও মাথায় ভিড় করে আসে। কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট টালমাটাল। এরকম একটা পরিস্থিতিতে ঘরে বসেই মোটা টাকা উপার্জন করার সুযোগ রয়েছে। নিয়ম করে ১০টা- ৫টা চাকরি না করেও আপনি সততার সঙ্গে বাড়িতে বসেই বেশ কিছু পদ্ধতিতে মোটা টাকা উপার্জন করতে পারেন।
ফুলটাইম পেশায় পরিণত করে মোটা টাকা উপার্জন করতে পারেন
Bank নাকি Post Office!কষ্ট করে রোজগার করা টাকা কোথায় ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন, দেখুন
ইতিমধ্যেই দুনিয়া ডিজিটাল হয়েছে। পিছিয়ে নেই প্রযুক্তিও। বহু কাজের ক্ষেত্র এমন তৈরি হয়েছে, যা বাড়িতে বসে অনলাইনে করে ফেলা সম্ভব। হাতের স্মার্টফোন বা ল্যাপটপ, ট্যাবের মাধ্যমে সেই কাজ করে ফেলা যায়। ভালো টাকা উপার্জন করা যায়। এরকমই কয়েকটি কাজের দিশা দেখানো হবে।
বুক রিভিউ জব–যদি বই পড়ার শখ থাকে, বই পড়তে ভালোবাসেন, এই শখকেই আপনি ফুলটাইম পেশায় পরিণত করে মোটা টাকা উপার্জন করতে পারেন। আপনি যে কোনো জায়গা থেকে বা বাড়ি থেকেই এই বুক রিভিউ জব করতে পারেন। এই কাজের জন্য কোথাও যেতে হবে না বা অফিস যাওয়ার প্রয়োজন নেই। চাইলে লেখকদের সঙ্গে গাটছড়া বাঁধতে পারেন। কোনো প্রকাশনা সংস্থার সঙ্গে কথা বলতে পারেন। যদি সোশ্যাল মিডিয়ায় বুক রিভিউ নিয়ে ব্লগ তৈরি করতে পারেন, সে ক্ষেত্রেও ভালো রোজগার করার সম্ভাবনা রয়েছে।
শাহজাহানের পর জেসিবি,জয়ন্ত! বাংলা জুড়ে তালিবানি শাসন, শাহের দরবারে নালিশ শুভেন্দুর
শপিং কনসালটেন্ট– বর্তমানে ফ্যাশনের যুগ। প্রত্যেকের স্টাইল স্টেটমেন্ট আলাদা। এই পেশাকে আপনি ফুল টাইম পেশা হিসেবে নিতে পারেন। এই মুহূর্তে শপিং কনসালটেন্টদের প্রচুর চাহিদা। যদি স্টাইলিং পছন্দ করেন, ফ্যাশন সম্বন্ধে আগ্রহী হন, তাহলে এই পেশা আপনার জন্য উপযুক্ত। এমন বহু সেলিব্রিটি রয়েছেন বা অভিনেতা, অভিনেত্রী ব্যবসায়ীরা, খোলা মার্কেটে বা কোনো শপিং মলে গিয়ে সাধারণ মানুষের মতো কেনাকাটা করতে পারেন না। অথবা ব্যস্ততার কারণেও সেটা হয়তো করা হয়ে ওঠেনা। আর তারাই শপিং কনসালটেন্ট বা পরামর্শদাতা নিয়োগ করেন। এই কনসালটেন্টদের কাজ হল ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী বিভিন্ন পোশাক-আশাক কেনাকাটা করা।
ফুড ক্রিটিক জব– বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ফুড ভ্লগারদের রমরমা। যেকোনো জায়গায় গিয়ে কোনো রেস্তোরাঁ বা হোটেলে গিয়ে সেখানকার বিভিন্ন ধরনের খাবার নিয়ে তার রিভিউ করতে দেখা যায়। যদি খাওয়া-দাওয়া পছন্দ করেন, রেস্তোরাঁ এবং ক্যাফেগুলিতে আপনাকে আমন্ত্রণ পাঠানো শুরু হবে। যদি কিনা একজন ফুড ক্রিটিক হিসেবে নিজে পরিচিতি তৈরি করতে পারেন। ফুড ক্রিটিক কাজগুলি গুগল ম্যাপস এবং সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে পোস্ট করতে পারেন। সেখান থেকেই আপনার যোগাযোগ তৈরি হয়ে যাবে এবং আপনার সময় এবং ইচ্ছা অনুযায়ী এই কাজের সমস্ত কিছু বেছে নিতে পারেন।