বইমেলায় চিত্রশিল্পীদের জায়গা না দেওয়ায় বিতর্ক

ব্যুরো নিউজ , ৬ ফেব্রুয়ারি :বইমেলায় চিত্রশিল্পীদের জায়গা না দেওয়ার কারণে এক নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। আগেও মুক্ত মঞ্চে শর্তারোপের বিষয়টি আলোচিত হয়েছিল, কিন্তু এবার চিত্রশিল্পীদের নিয়ে নতুন সমস্যা উঠে এসেছে। দীর্ঘদিন ধরে লিটল ম্যাগাজিন চত্বরে চিত্রশিল্পীরা ছবি আঁকতে আসতেন। তাদের স্থান ছিল সেখানেই, কিন্তু এবার সেই জায়গায় তাদের বসতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে নানা মত রয়েছে এবং এই নিষেধাজ্ঞা চিত্রশিল্পীদের কাছে বেশ হতাশাজনক।পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং তাদের যুক্তি হলো, চিত্রশিল্পীরা রাস্তার ধারে ছবি আঁকেন এবং তাদের বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে দেওয়া হয় না। এমনকি, আগুন লাগার ঝুঁকিও থাকে।

বোগেন ভ্যালিয়া কাটিং থেকে নতুন গাছ তৈরির সহজ পদ্ধতি রইল গাছ প্রেমীদের জন্য

কি কারণ?

তবে, চিত্রশিল্পীদের অনেকেই এই অভিযোগ মানতে রাজি নন। তাদের মতে, গিল্ডের অন্য কিছু কারণ থাকতে পারে, বিশেষত ভাড়ার বিষয়টি। তাদের দাবী, গিল্ড শিল্পীদের জায়গা না দেওয়ার জন্য ভাড়া না দেওয়ার কারণকেই দায়ী করছে। “চিত্রশিল্পী ও লিটল ম্যাগাজিন ওয়েলফেয়ার সোসাইটি’র সম্পাদক মুন্না আহমেদ জানিয়েছেন, এবারের বইমেলায় তাদের বসতে না দেওয়ার ব্যাপারে গিল্ড থেকে একধরনের সংকেত তারা পেয়েছেন। মুন্না জানান, প্রতি বছর দুশো থেকে আড়াইশো শিল্পী এখানে ছবি আঁকেন। বিশেষত দুঃস্থ শিল্পীদের জন্য এটি একটি বড় সুযোগ, যেখানে তারা কিছু অর্থ আয় করতে পারেন। তবে, গিল্ড থেকে ইঙ্গিত মিলেছে যে এবার তারা ভাড়া ছাড়াই কাউকেই জায়গা দেবে না।

মুন্না আরও বলেছেন, “যদি তা সত্যি হয়, তাহলে আমরা ভাড়া নিয়ে আলোচনা করতে প্রস্তুত।”গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, বিদ্যুৎ সংযোগের ব্যাপারে চিত্রশিল্পীরা নিয়ম মানেন না এবং গত বছর এক জায়গায় আগুন লেগেছিল, যা তাদের কাছে উদ্বেগের বিষয়। তবে, মুন্না আহমেদের দাবি, “আমরা বিদ্যুৎ সংযোগ অন্যদের থেকে নিই, কিন্তু সেটা কোনো অবৈধ সংযোগ নয়। আমরা কোনোরকম অগ্নিকাণ্ডের জন্য দায়ী নই। গত বছর যেখানে আগুন লেগেছিল, সেটি ঝিলের পাশে গাছের শুকনো পাতা থেকে হয়েছিল।”এছাড়া, মুন্না আরও দাবি করেছেন, “আমরা জানতাম, গিল্ড হয়তো মনে করছে, আর জি কর-কাণ্ডের বিষয়ে শিল্পীরা ছবি আঁকতে পারেন এবং এটাই তাদের ভয়। তারা আমাদের জায়গা না দেওয়ার পিছনে এটাও একটা কারণ হতে পারে।”

এখনও মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পাননি ছাত্রছাত্রীরাঃ আদালতের দ্বারস্থ পরীক্ষাার্থীরা, পর্ষদের বিরুদ্ধে ক্ষোভ

উল্লেখযোগ্য, আর জি কর-বিরোধী আন্দোলনে অনেক চিত্রশিল্পীও অংশ নিয়েছিলেন।বইমেলার জায়গায় চিত্রশিল্পীদের না বসানোর এই বিতর্কের সাথে মুক্ত মঞ্চের বিষয়ও জড়িত বলে মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন, আর জি কর-কাণ্ডে যাতে কোনো ছবি আঁকা না হয়, এজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গিল্ডের পক্ষ থেকে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, “এমন কিছু যাতে না হয় যা বইমেলার শৃঙ্খলা ভেঙে দেয় বা বিতর্ক সৃষ্টি করে।”এই বিতর্ক চলাকালীন, প্রকাশকদের ও গিল্ডের মধ্যে এই বিষয়টির সমাধান নিয়ে আরও আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর