bodybuilding-myth-ilya-yefimcheks-sudden-death-raises-questions

ব্যুরো নিউজ,১৪ সেপ্টেম্বর:‘শারীরিক পরিশ্রম ও নিয়মিত শরীরচর্চা সুস্থ ও নিরোগ জীবনের চাবিকাঠি’—এটি দীর্ঘকাল ধরে প্রচলিত একটি বিশ্বাস। কিন্তু সাম্প্রতিক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এই ‘মিথ’ প্রশ্নের সম্মুখীন হয়েছে। এবার এই তালিকায় যোগ হলেন বিশ্বখ্যাত বডি বিল্ডার ইলিয়া ইয়েফিমচেক। মাত্র ৩৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি, যা চিকিৎসা বিশ্বকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

মুখ্যমন্ত্রী মমতার অপ্রত্যাশিত পদক্ষেপ: স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে গেলেন আন্দোলনরত ডাক্তারদের মঞ্চে

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি

বেলারুশের নাগরিক ইলিয়া ইয়েফিমচেক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ছিলেন তাঁর বিশাল পেশিবহুল শরীরের জন্য। বিশ্বসেরা বডি বিল্ডার হিসেবে পরিচিত ইলিয়া ৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং এরপর কোমায় চলে যান। দীর্ঘ কয়েকদিন চিকিৎসা চলার পর, ১১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু ঘটে। এই খবরটি তাঁর ভক্তদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।ইলিয়ার স্ত্রী অ্যানা জানিয়েছেন, “আমি সর্বক্ষণ হাসপাতালে ওঁর পাশে ছিলাম, প্রার্থনা করছিলাম যেন সুস্থ হয়ে ওঠেন। কিছুদিনের জন্য হার্টও কাজ করতে শুরু করেছিল। কিন্তু ব্রেন ডেথ হয়ে যাওয়ার পর সব আশা শেষ হয়ে গেল।”

নীলগিরির আতঙ্ক: লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে চিতাবাঘ

২৫ ইঞ্চি বাইসেপের ইলিয়া কখনো কোনও প্রতিযোগিতায় অংশ নেননি। তবে সোশ্যাল মিডিয়ায় অতিমানবীয় শরীরের কারণে তাঁকে ‘দ্য মিউটান্ট’ নামেই পরিচিতি লাভ হয়েছিল। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার ইলিয়ার ওজন ছিল ৩৪০ পাউন্ড এবং তিনি দিনে সাতবার খাবার খেতেন ও নিয়মিত শরীরচর্চা করতেন।একজন বিশ্বখ্যাত বডি বিল্ডারের এই অকালমৃত্যু চিকিৎসা জগতে বড় ধরনের প্রশ্ন তুলেছে। করোনা মহামারীর পর ভারতের পাশাপাশি গোটা বিশ্বে হৃদরোগে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে সুস্থ ব্যক্তি হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।এই পরিস্থিতিতে, অনেকের মতে অতিরিক্ত শরীরচর্চা এবং বিশেষ করে অস্বাভাবিক পরিমাণে পেশি গঠনের চেষ্টা মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। ইলিয়া ইয়েফিমচেকের মৃত্যু একটি বড় সতর্কবাণী হিসেবে কাজ করতে পারে, যা শরীরচর্চার প্রতি আমাদের ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর