ব্যুরো নিউজ, ২২ অক্টোবর :কার্তিক মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী। এটি একটি হিন্দু উৎসব। পশ্চিমবঙ্গ ও বাংলার অন্যান্য ভাষাভাষী অঞ্চলে এর প্রাধান্য বেশি। এই দিনটিতে পূর্বপুরুষ অর্থাৎ মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পালন করা হয়।
ধনতেরাসের সোনা কেনার আগে সোনার দাম জেনে নিন
বিশেষ অনুষ্ঠান
ধনতেরাসে এ জিনিসগুলো কিনলে হবে চরম ক্ষতি! সতর্ক থাকুন!
৩০ অক্টোবর দুপুর ১:১৫ মিনিটে থেকে শুরু হবে যা ৩১ অক্টোবর দুপুর ৩:৫২ মিনিট পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে অমাবস্যারও সূচনা হবে যা কালীপুজো হিসেবে পালিত হবে।ভূত চতুর্দশী উপলক্ষে মৃত আত্মাদের স্মরণ করা হয়। পরিবারে যারা আর নেই তাদের জন্য বিশেষ পুজো করা হয়। এই দিন অনেকেই ১৪টি বাতি জ্বালান মৃত আত্মাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এছাড়াও, ১৪ প্রকার শাক-সবজি খাওয়ার রীতি প্রচলন রয়েছে যা কেবল খাদ্য উৎসর্গের জন্য নয়। জীবনের প্রাচুর্য এবং সবুজের প্রতি শ্রদ্ধার প্রতীক।
প্রধান বিচারপতির ঈশ্বরের প্রতি বিশ্বাসঃ প্রার্থনা ‘রাম জন্মভূমি মামলার সঠিক সমাধান চাই’!
ভূত চতুর্দশী একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। যা মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ উপায়। কালীপুজোর সঙ্গে এর সম্পর্ক থাকায়, এই দিনটি আরও বিশেষ হয়ে ওঠে, ধর্মীয় রীতির পাশাপাশি এটি পারিবারিক বন্ধন এবং ঐতিহ্যের সমন্বয় ঘটায়।