বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মমতার বড় ঘোষণা

ব্যুরো নিউজ, ৭ ফেব্রুয়ারি :বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, গত বুধবার যে বিনিয়োগের প্রস্তাব এসেছিল তা হিসেবের মধ্যে ধরা হয়নি। তবে বৃহস্পতিবার, সম্মেলনের শেষ দিনে তিনি জানালেন, ‘‘শুধু আজকেই (বৃহস্পতিবার) ৪ লক্ষ ৪৪ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে।’’ এই বিনিয়োগের প্রস্তাবগুলো রাজ্য সরকারের সঙ্গে ২১২টি মউ (মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার সাথে।

শেখ হাসিনার প্রতিক্রিয়াঃ ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনায় ইতিহাস কখনও মুছে ফেলা যাবে না

বাস্তবে কিছু কি হবে?

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আম্বানি এবং জিন্দলরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, তারা বাংলায় বিনিয়োগ করবেন। তারা ব্যক্তিগতভাবে মমতাকে জানিয়েছেন যে, তাদের দুটি গোষ্ঠী আরও কিছু বিনিয়োগ করবে। মমতার কথায়, ‘‘শুধু মুকেশ অম্বানি বাংলায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন।’’এ বছর ছিল অষ্টম বিজিবিএস। সম্মেলনের উদ্বোধনের আগে বিরোধী দলগুলি যেমন বিজেপি, সিপিএম সরকারকে নিশানা করে বলেছিল যে, আগের সম্মেলনগুলোর মতো এবারও শুধুমাত্র বড় বড় কথাই শোনা যাবে, কিন্তু বাস্তবে কিছুই হবে না।

তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি ছিল, ‘‘বাংলা বদলে গিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘এখন শুধু দেশের শিল্পপতিরাই নয়, ২০টি অন্য দেশও আমাদের সহযোগী হয়েছে।’’এ বছর সম্মেলনের প্রথমার্ধে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। মমতা নিজেও বারবার উল্লেখ করেছেন যে, বাংলার অর্থনীতিতে এমএসএমই সেক্টরের গুরুত্ব অপরিসীম। তিনি জানান, ‘‘বাংলায় এমএসএমই সেক্টরে ১ কোটি ৩০ লক্ষ মানুষ কর্মরত।’’

‘ভাইজান’ সলমন খানের স্টাইলঃ ১২ কোটি টাকার হীরের ঘড়ি সবার নজরে 

এছাড়া, বিজিবিএসের শেষ দিনে একাধিক শিল্পপতি এবং বিশেষজ্ঞরা তাদের বিনিয়োগ প্রস্তাব ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। মেহুল মোহানকা, হর্ষবর্ধন নেওটিয়া, উমেশ চৌধুরী, রুদ্র চট্টোপাধ্যায়, রূপক বড়ুয়া, এবং গৌতম ঘোষ সবাই বাংলায় শিল্প বিনিয়োগের সম্ভাবনা এবং ভবিষ্যত পরিকল্পনার উপর আলোকপাত করেছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজিবিএসের সফল সমাপ্তি অনুষ্ঠান থেকে পরবর্তী বিজিবিএসের প্রস্তুতি শুরু করার নির্দেশও দিয়েছেন। তার মতে, আগামী বছর এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, এবং সেই নির্বাচনের আগে একটি নতুন বাণিজ্য সম্মেলন আয়োজন হতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর