ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের উপরে থাকা নিম্নচাপ আরও সুস্পষ্ট হয়ে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, এবং কেরলের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রাজভবন ও নবান্নের ঐক্য: বাংলার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সম্পন্ন
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের ১৪টি জেলার মধ্যে (কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এবং বীরভূম) কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। সকাল ও ভোরে হালকা কুয়াশা পড়তে পারে।
অবিশ্বাস্য ড্রোন যার উপর একজন ব্যক্তি বসে উড়তে পারবেন, কামাল দেখালেন ১২ শ্রেণির ছাত্র মেধাংশ
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এবং মালদা) বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কোচবিহার, এবং মালদার কয়েকটি অংশে বুধবার এবং বৃহস্পতিবার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই কারণে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তাপমাত্রার পতন
উত্তর ও দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত হ্রাস পাবে। আগামী কয়েকদিন এই শীতল আবহাওয়া বজায় থাকবে।